ইতালিতে থামলো কমলা উৎসব
জয় দিয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করেছিল নেদারল্যান্ডস। কিন্তু পরের ম্যাচেই কমলা উৎসব থেমে গেল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল ডাচরা। এই ম্যাচে দারুণ লড়েও ইতালির বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি তারা।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে এবারের নেশন্স লিগে প্রথম জয়ের স্বাদ নিল ইতালি। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইতালি। তবে গোছালো আক্রমণ সাজাতে পারছিল না তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে গোলের দেখা পায় ইতালি। ইম্মোবিলের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন নিকোলা বারেল্লা। এরপর বাকিটা সময় প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কয়েকবার হানা দিয়েছে ইতালি-নেদারল্যান্ডস। কিন্তু কোনো দলই জালের ঠিকানা পায়নি।
এই জয়ে 'এ' লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থানে উঠলো ইতালি, তাদের পয়েন্ট ৪। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেদারল্যান্ডস। এরপর যথাক্রমে তিন ও চার নম্বরে আছে পোল্যান্ড এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
ইতালির জয় পাওয়ার রাতে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নর্দার্ন আয়াল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নরওয়ে। অস্ট্রিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রোমানিয়া। বসনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রবার্ট লেভানডোভস্কির দেশ পোল্যান্ড।
আজ রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ফ্রান্স। দুই বছর আগে এই ক্রোয়েশিয়াকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছিল ফরাসিরা। আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে বেলজিয়াম।