বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য
এবার শুধু স্পিন নয়, বাংলাদেশের পেস আক্রমণের বিপক্ষেও ধুঁকলো অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও শুরু করে দিলেন স্পিনার মাহেদী হাসান। এরপর বল হাতে শাসন করে গেলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা। বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২১ রান তুলেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে পুরো ওভার খেলে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১০ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৮ উইকেটে ১৩৩ রান ছিল তাদের সর্বনিম্ন স্কোর।
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যতিক্রম ছিলেন মিচেল মার্শ। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান প্রথম ম্যাচের মতো এদিনও ৪৫ রানের ইনিংস খেলেছেন। মার্শের ইনিংসটি ৪২ বলে ৫টি চারে সাজানো।
এ ছাড়া কেবল ময়জেস হেনরিকস রানের দেখা পেয়েছেন। ২৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩০ রান করেন তিনি। এ ছাড়া কেউ দলের হয়ে অবদান রাখতে পারেননি। জস ফিলিপে ১০ ও অ্যালেক্স ক্যারি ১১ রান করেন।
আগুনে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। সবচেয়ে কিপ্টে বোলিং করেন মাহেদী হাসান। ডানহাতি এই স্পিনার ৩ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট নেন। এ ছাড়া শরিফুল ২টি ও সাকিব একটি উইকেট নেন।
মাহেদীর পর মুস্তাফিজের আঘাত, চাপে অজিরা
তৃতীয় ওভারে উইকেট হারিয়ে ইনিংস গোছানোর চেষ্টায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সফরকারীদের সেই সুযোগ দিলেন না মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিয়েছেন জস ফিলিপেকে। ৬ ওভার শেষে ২ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২ রান। মিচেল মার্শ ১০ ও ময়জেস হেনরিকস ১ রানে ব্যাটিং করছেন।
উইকেট এনে দিলেন মাহেদী
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বল হাতে দারুণ শুরু হলো বাংলাদেশের। এই ম্যাচেও অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাতটি হানলেন মাহেদী হাসান। প্রথম টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স ক্যারির স্টাম্প উপড়ে নেওয়া ডানহাতি এই স্পিনার এই ম্যাচের তৃতীয় ওভারে উইকেট এনে দিলেন।
এবারও তার শিকার অজি ওপেনার অ্যালেক্স ক্যারি। শুরুতেই উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টায় জস ফিলিপে ও মিচেল মার্শ। ৫ ওভার শেষে এক উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭ রান। মার্শ ১০ ও ফিলিপে ৬ রানে ব্যাটিং করছেন।