এবার দেওয়া হবে না ব্যালন ডি’অর
করোনাভাইরাসের প্রকোপে বদলে গেছে অনেক কিছুই। লম্বা সময়ের জন্য স্থবির হয়ে থেকেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অলিম্পিক থেকে শুরু করে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকার মতো আসর এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এবার করোনার প্রভাব পড়লো মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অরের ওপর।
২০২০ সালের বর্ষসেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি'অর দেওয়া হবে না। পুরো মৌসুমের বিভিন্ন দিক বিবেচনার পর এবার ব্যালন ডি'অর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল।' সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।
১৯৫৬ সাল থেকে ব্যালন ডি'অর দেওয়া হয়। ৬৪ বছরের মধ্যেই এবারই প্রথম এই পুরস্কারটি দেওয়া হবে না। সেরা ফুটবলারকে প্রতি বছর ব্যালন ডি'অর পুরস্কার দেয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। এবার হতে যাচ্ছে ব্যতিক্রম।
এবারের ব্যালন ডি'অর পুরস্কার বাতিল হয়ে যাওয়ায় আরও এক বছর শ্রেষ্ঠত্বের মুকুট থাকছে লিওনেল মেসির মাথায়। গত বছরের ৩ ডিসেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফার্জিল ফন ডাইককে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি অ'র জেতেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সাংবাদিকদের ভোটে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করে ফ্রান্স ফুটবল। সেরা ফুটবলার নির্বাচন করতে যে সময় ধরা হয়, এর মাঝে ক্লাব ফুটবল মৌসুম শেষ হয়ে যায়। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার তা হয়নি। এ কারণে এবার পুরস্কার না দেওয়াটাই যুক্তিযুক্ত মনে করেছে ফ্রান্স ফুটবল।
এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল জানিয়েছে, 'ব্যালন ডি'অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না। কারণ এ বছরটি সাধারণ বছর নয়। শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি'অর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক চরিত্র, সংহতি ও দায়িত্ব নেওয়ার বিষয়গুলোও দেখা হয়।'
'সারা বিশ্বে আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে খেলায় তেমন মনোযোগ নাও দিতে পারেন। এতে তাদের পর্যবেক্ষণ অন্য রকম হতে পারে। সেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এমন হোক, আমরা সেটা চাই না।'