এমবাপ্পেকে মাথা উঁচু রাখতে বলছেন পেলে
১৯ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা ঝুলিতে জমা পড়েছিল কিলিয়ান এমবাপ্পের। প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফ্রান্সের তারকা এই ফরোয়ার্ড। যে ফরাসি সৌরভে পুরো বিশ্ব আচ্ছন্ন হয়েছিল, তার অন্যতম রূপকার ছিলেন এমবাপ্পে।
ক্ষিপ্ত গতির তরুণ এমবাপ্পে জোড়া গোল করে ২০১৮ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিলেন। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও খুঁজে নিয়েছিলেন জাল। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর প্রথম কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোলের কীর্তি ছিল সেটা। কিন্তু এই এমবাপ্পেই তার প্রথম ইউরোতে দেখলেন কঠিন বাস্তবতা।
তার ব্যর্থতাতেই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ফ্রান্স। পুরো আসরে একটি গোলও করতে পারেননি এমবাপ্পে। চার ম্যাচে নিস্প্রভ থাকার পর শেষ ষোলোর লড়াইয়ে পেনাল্টি মিস করলেন পিএসজির এই তারকা। স্বভাবতই চরম সমালোচনার মুখে পড়ে গেছেন এমবাপ্পে। এমন সময়ে ফরাসি স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন পেলে।
পেনাল্টি মিসের ব্যর্থতায় এমবাপ্পের ওপর দিয়ে কী যাবে, তা ভালো করেই জানেন পেলে। তাই এমবাপ্পেকে চলার সাহস যোগাতে এগিয়ে এসেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এমবাপ্পেকে মাথা উঁচু রেখে চলতে বলছেন পেলে।
এমবাপ্পেকে সাহস যুগিয়ে সামাজিক যোগাযোগামধ্যম টুইটারে একটি টুইট করেছেন পেলে। এক লাইনের টুইটে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, 'কিলিয়ান, তোমার মাথা উঁচু রাখো, আগামীকাল তোমার নতুন সফরের প্রথম দিন।'
টাইব্রেকারে হার মানা ফ্রান্স পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে। ৫৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখেন গ্রিজম্যান-এমবাপ্পেরা। আক্রমণেও ছিল তাদের দাপট। অবিরত আক্রমণে সুইসদের কাঁপিয়ে দেওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা গোলমুখে ২৬টি শট নেয়, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। ইতিহাস গড়া সুইজারল্যান্ডের নেওয়া ১২টি শটের ৫টি ছিল লক্ষ্যে।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও স্কোর লাইন থাকে ৩-৩। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে সুইজারল্যান্ড। দলের পক্ষে এমবাপ্পের নেওয়া পঞ্চম শটটি ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের।