করোনামুক্ত নেইমার
করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন নেইমার। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) অনুশীলনে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।
করোনামুক্ত হওয়ার খবর নেইমার নিজেই জানিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্ত হওয়ায় ফ্রেঞ্চ লিগের আগামী ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার।
নিজের করোনামুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ড লিখেছেন, 'আমি অনুশীলনে ফিরছি, দারুণ খুশি।'
গত ২ সেপ্টেম্বর পিএসজি এক বিবৃতিতে জানায় তাদের তিনজন খেলোয়াড় করোনায় আক্রান্ত। প্রথমে জানা যায় দুই আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস করোনায় আক্রান্ত। পরের দিন নেইমারের আক্রান্তের খবর জানা যায়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে হতাশ হয়ে পড়েন নেইমার। মন চাঙ্গা করতে স্প্যানিশ দ্বীপ ইপজিয়ার সমুদ্র সৈকতে অবকাশ যাপনে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে ছিলেন ডি মারিয়া ও পারেদেসও। সেখান থেকেই তারা করোনায় আক্রান্ত হন।
নেইমার অনুশীলনে ফেরার অপেক্ষায় থাকলেও তার দলের নতুন মৌসুমের মিশন শুরু হয়ে গেছে। যদিও পিএসজির শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
অবশ্য পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি পিএসজি। নেইমার ছাড়াও করোনাভাইরাসের কারণে দলের বাইরে আছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, কেইলর নাভাস, ডি মারিয়া, পারেদেসরা।