করোনামুক্ত হলেন সাইফ হাসান
করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাথায় করোনামুক্ত হলেন ডানহাতি এই ব্যাটসম্যান। করোনামুক্ত হওয়ার বিষয়টি সাইফ নিজেই জানিয়েছেন। শারীরিক দুর্বলতা না থাকলে দ্রুতই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
মঙ্গলবার মধ্য রাতে ফেসুবক পোস্টে সাইফ লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আজ করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছি। ১৪ দিন আগে আমি করোনা পজিটিভ হই এবং আইসোলেশনে চলে যাই। আমার বাবা-মা ও আমার বোন আমার জন্য অনেক করেছেন। তাদের কারণে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কোভিড পজিটিভ। করা সম্ভব, এমন সবকিছু তারা আমার জন্য করেছেন।'
কঠিন এই সময়ে অনেককেই পাশে পেয়েছেন সাইফ। তাদের কথা উল্লেখ করে তরুণ এই ক্রিকেটার আর আরও লিখেছেন, 'আমার ভাই সুজন সব সময় আমার সাথে ছিল। সে আপন ভাইয়ের মতো সব সময় আমার সাথে ছিল। এ ছাড়া জসিম ভাই ও নাঈম ভাই আমাকে প্রতিদিনই নির্দেশনা দিয়েছেন। আমার জীবনে তাদের মতো মানুষ পেয়ে সত্যিই আমি কৃতজ্ঞ।'
সবাইকে ধন্যবাদ দিয়ে দ্রুতই মাঠে ফেরার প্রত্যয়ের কথা জানান সাইফ। বাংলাদেশ ওপেনার লিখেছেন, 'যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। যারা দোয়া করেছেন, তাদেরকেও বড় করে ধন্যবাদ দিতে চাই। খুব দ্রুতই মাঠে ফিরব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবার মঙ্গল করুন।'
গত ৮ সেপ্টেম্বর করোনা পজিটিভ হন সাইফ। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। আক্রান্ত হওয়ায় ২৭ সদস্যের স্কিল ক্যাম্পে তার থাকা নিয়ে শঙ্কা ছিল। যদিও তাকে রেখেই স্কিল ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকার কারণেই দুটি টেস্ট খেলা সাইফকে রেখেই প্রাথমিক দল দেওয়া হয়েছে।