করোনা নিয়ে ‘ডিজে’ ব্রাভোর গান
তার পরিচিতি ক্রিকেটার হিসেবে। বেশ পরে এসে নামের সঙ্গে যোগ হয়েছে, 'ডিজে'। ডোয়াইন ব্রাভোকে ডিজে ব্রাভো হিসেবেও চেনেন অনেকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় 'চ্যাম্পিয়ন' গানটি দিয়ে গায়ক হিসেবে ভালোই নাম কামিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আরও একবার গায়ক ব্রাভোর দেখা মিলল। এবার তার গানের বিষয়বস্তু করোনাভাইরাস।
প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে লড়াই করছে পুরো বিশ্ব। নিজ নিজ জায়গা থেকে যতটা সম্ভব প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন তারা। ব্রাভোও সেই কাজটিই করেছেন, তবে সেটা সুরে সুরে।
করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার পাশপাাশি অনুপ্রেরণা যোগাতে সুরে সুরে ব্রাভো গেয়েছেন, 'আমরা হাল ছাড়ছি না।' তার চ্যাম্পিয়ন গানটি ছিল শুধুই বিনোদনের। এবার বিনোদনের সঙ্গে ব্রাভো যোগ করেছেন সচেতনতা ও প্রেরণামূলক লাইন।
নিজের গাওয়া এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ব্রাভো। গানটির শিরোনাম 'উই আর নট গিভিং আপ)।' অর্থাৎ, আমরা হাল ছাড়ছি না। করোনায় সৃষ্ট খারাপ অবস্থার বর্ণনা ও ভাইরাস থেকে বাঁচার উপায় নিয়ে গানটি বানানো হয়েছে।
গানটির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ব্রাভো লিখেছেন, 'এই মহামারির সময় সবার জন্য আমার প্রার্থনা। চলুন সবাই একসঙ্গে লড়াই করি। এই প্রকোপের সময় এটা একটা ইতিবচক গান।'
গানটির কথা আগেই জানিয়েছিলেন ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের এই সতীর্থ। জানিয়েছিলেন, ভক্তদের অনুরোধে করোনা প্রসঙ্গে একটি গান নিয়ে কাজ করছেন তিনি। গানটিতে বারবার হাত ধোয়াসহ ভাইরাস থেকে মুক্ত থাকার বিভিন্ন উপায় সম্পর্কে জানিয়েছেন ব্রাভো।