কাদের বিপক্ষে খেলা, সেটাই জানে না বাংলাদেশ
সিরিজ নিশ্চিত হয়েছে বেশ আগে। সূচি চূড়ান্ত হওয়ারও অনেক দিন হয়ে গেছে। একমাত্র টেস্ট শেষে দুই দল প্রস্তুত ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু ৫০ ওভারের ফরম্যাটে বিপক্ষ দলে কারা খেলবেন, সেটাই জানে না বাংলাদেশ! তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি ১৬ জুলাই, হারারেতে। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। সিরিজ শুরুর আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনেক কিছু নিয়েই কথা বলেছেন তামিম ইকবাল। কিন্তু প্রতিপক্ষ নিয়ে তেমন কিছুই বলতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। জানালেন, প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের।
ব্যাপারটি কেবল তামিমের কাছেই নয়, সবার কাছেই অবাক করার মতো। ম্যাচের কয়েক ঘণ্টা আগেও প্রতিপক্ষ দল সম্পর্কে কিছুই জানে না বাংলাদেশ। তামিম তাই এটাকে 'আজব কাহিনী' বলছেন।
জিম্বাবুয়ের এক সাংবাদিক তামিমের কাছে জিম্বাবুয়ের তরুণ ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনার কথা জানতে চান। উত্তরে তামিম বলেন, 'টসের সময়! আমরা জানি না কাদের বিপক্ষে খেলছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এখন। কারণ জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি।'
'এটা একটু আজব কাহিনী, একটু ভিন্ন আমার কাছেও মনে হচ্ছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন, কী নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মতো।' যোগ করেন তামিম।
পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের সংস্পর্শে যাওয়ার কারণে টেস্ট খেলা হয়নি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার ফিরছেন কিনা, এ নিয়েও ধারণা নেই বাংলাদেশ দলের।
তামিম বলেন, 'তাদের অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি, সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে।'