কাল ঢাকা পৌঁছেই কোয়ারেন্টিনে যাবে লঙ্কানরা
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটি নিশ্চিত হয় বেশ আগেই, কদিন আগে চূড়ান্ত হয় সূচি। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও তা কেটে গেছে, নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
১৮ সদস্যের ওয়ানডে দল নিয়ে বোরবার বাংলাদেশে আসছে লঙ্কানরা। বিসিবি জানিয়েছে, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা। ঢাকা পৌঁছেই কোয়ারেন্টিনে চলে যাবে সফরকারীরা। সাত দিনের কোয়ারেন্টিনের প্রথম তিন দিন পুরোপুরি রুমবন্দি থাকতে হবে লঙ্কানদের। কোয়ারেন্টিনের পরের চারদিনে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে তারা।
নতুন একটি দল নিয়ে এই সফরে আসছে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন। এ ছাড়া নিয়মিত দলের অনেকেই জায়গা পাননি। দলটির নেতৃত্বে থাকবেন কুশল পেরেরা।
ছোট ছোট ভাগে ভাগ হয়ে ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে তারা। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে লঙ্কানরা।
২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। সিরিজ শেষে আগামী ২৯ মে ভাড়া করা বিমানে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ মে প্রস্তুতি ম্যাচ বিকেএসপি সকাল ৯টা
২৩ মে প্রথম ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি
২৫ মে দ্বিতীয় ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি
২৮ মে তৃতীয় ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি