কোথায় কোথায় যাচ্ছেন মেসি! চাউর যত খবর
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ম্যানচেস্টার সিটির সাথে ২ বছরে মেয়াদি চুক্তির আলোচনার জন্য ইতোমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছেন। খবর দ্য সান এর।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির অগ্রগতি হলে মেসিকে দলে ভেড়ানোর জন্য ৫০০ মিলিয়ন ইউরো গুনতে হবে ক্লাবটিকে।
বৃটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যে ক্লাবই মেসির সাথে চুক্তি স্বাক্ষর করুক, বছরপ্রতি ৯০ মিলিয়ন ইউরো বেতন দিতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'স্পোর্টস' বলছে, বার্সেলোনার সাথে আইনী ঝামেলা এড়াতে আগামী সোমবার মেসি অনুশীলনে অংশগ্রহণ করবেন।
সংবাদমাধ্যম এক্সপ্রেস বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্যাপ্ত অর্থ আছে মেসিকে দলে ভেড়ানোর মতো। মঙ্গলবার একটি জাতীয় টেলিভিশনে খবরও আসে এই সম্ভাবনার ব্যাপারে। তবে, ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জ্যাডন সাঞ্চোই এখনো ইউনাইটেডের প্রধান লক্ষ্য।
এদিকে, পরবর্তী মৌসুম থেকে লুইস সুয়ারেজকে ক্লাব ছেড়ে দিতে বলেছে বার্সেলোনা। নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান ফোনেই এখবর জানান সুয়ারেজকে। খবর ডেইলি মেইলের।
পিএসজি থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন থিয়াগো সিলভা। ২১ বছর বয়সী ফ্রেঞ্চ ফুটবলার মালাং সারকেও দলে ভেড়ানোর চিন্তা করছে ক্লাবটি।
সাঞ্চোকে দলে ভেড়াতে না পারলে, ডেভিড ব্রুকসের সাথে চুক্তি স্বাক্ষরের কথাও ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাট ডোহার্টি উলভারহ্যাম্পটন ছেড়ে টটেনহামে যেতে পারেন।
এদিকে বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকানতারা যেতে পারেন লিভারপুলে।
ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিডসের আগ্রহ সত্ত্বেও ডিফেন্ডার বেন হোয়াইটকে ছাড়ছে না ব্রাইটন।
জুভেন্টাসের দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। আগামী মৌসুম থেকে পিএসজিতেও দেখা যাবেনা কাভানিকে।