ক্রিকেট-ফুটবল-ভলিবল নিয়ে ঢাকা উত্তরে ক্রীড়া উৎসব
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে 'খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি' এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে মেয়র কাপ।
সোমবার রাজধানীর একটি হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে একটি প্রমো দেখানো হয়। সেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া , ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাসকে দেখানো হয়। সবাই মেয়র কাপে অংশ নিতে ক্রীড়াবিদদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
ক্রিকেটে-ফুটবল-ভলিবল; তিনটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এবারের মেয়র কাপ। ১৫ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে এবারের আসরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেকোনো নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন। তিনজন খেলোয়াড় বাইরে থেকে নেওয়া যাবে, জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও অংশ নিতে পারবেন।
৫৪ জন কাউন্সিলর এবং ১৮ নারী জন কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দলগুলো। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ।
টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, রানার গ্রুপের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী ।
উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: সেলিম রেজা বলেন, 'ক্রীড়াবিদরা একটি দেশের রাষ্ট্রদূত।আমরা বিশ্বাস করি মেয়র কাপের মাধ্যমে আমরা পাড়া-মহল্লায় রোমাঞ্চ ছড়াতে পারব।'
উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'তিনটি ইভেন্ট নিয়ে আমরা এবার মেয়র কাপ শুরু করছি। আগামী বছরে আরও বড় করে মেয়র কাপ অনুষ্ঠিত হবে। কাল মিটিংয়ের পর মেয়র কাপ নিয়ে যে আলোচনা শুনেছি, সেটাই টিম স্পিরিট।'
তিনি আরও বলেন, 'আমরা সবাই চাই একটি সুন্দর শহর। কিন্তু আমাদের ছেলেমেয়েরা ফোন-ল্যাপটপে পড়ে থাকে। এটা তাদের দোষ নয়, আমরা তাদের মাঠে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা সব মাঠ দখল করে দালান বানাচ্ছি। এতে আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ পাচ্ছে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দরকার। তাই আমাদের এই চেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করেছি খেলাধুলার একটা ব্যবস্থা করার। কারণ খেলাধুলার কোনো বিকল্প নেই। আগামীতে যেন আরও বড় আকারে করা যায়, সেই চেষ্টা করব।'
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, 'খুব ভালো উদ্যোগ এটা। সব কাউন্সিলরা মিলে চেষ্টা করলে সফলভাবে আয়োজন করা সম্ভব। আশা করি আমরা সবাই মিলে সফলভাবে সেটি করতে পারব। এবার তিনটি ইভেন্ট নিয়ে মেয়র কাপ হবে। ভবিষ্যতে হয়তো আরও বেশি ইভেন্ট বাড়িয়ে প্রতিভা খুঁজে আনা সম্ভব হবে।'
সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফু বলেন, 'আতিক ভাই ফুটবলার ছিলেন। যেহেতু আমি ফুটবলার, আতিক ভাইয়ের ডাকে আমি পাশে থাকব। ফুটবল ইভেন্টকে সফল করতে কাউন্সিলরদের ভূমিকা অনেক। আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যেন মাঠে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।'