ক্রিকেট মাঠে তাসকিন-মুজারাবানির ব্রেক ড্যান্সের লড়াই
সদ্য সমাপ্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচে আলোচিত 'ব্রেক ড্যান্স' ঘটনায় শাস্তি পেয়েছেন এর দুই কুশীলব বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি।
২.১.১২ ধারায় এই দুই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করে আইসিসি।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত, ২২০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের জয় পাওয়া ওই একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ঘটনার সূত্রপাত। শুরুতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ। বৈশিষ্ট্যের বিপরীতে অবাক করা সঙ্গ দিয়ে তুখোড় ব্যাট করতে থাকেন তাসকিন।
বাংলাদেশের ইনিংসের ৮৫তম ওভারে মুজারাবানির শর্ট বল সামলে অনেকটা ব্রেক ড্যান্সের মতোই এক আজব অঙ্গভঙ্গি করেন তাসকিন। ব্যাপারটি ভালো লাগেনি মুজারাবানির। এগিয়ে এসে তাসকিনের হেলমেটে মাথা ঠেকিয়ে দেন তিনি। কথা কাটাকাটি হয় তাদের।
এর প্রতিশোধ নেওয়ার পণ যেন করে রেখেছিলেন মুজারাবানি। টেস্টের শেষ দিনে নিশ্চিত হারের মুখে পড়া জিম্বাবুয়ের হয়ে তখন ব্যাট করছিলেন এই বোলার। তাসকিন বল খেলে সেই একই রকম ব্রেক ড্যান্স ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন তিনি।
তাসকিনও রানআপ নেওয়ার আগে নিজের সেই দ্বিতীয় দিনের অঙ্গভঙ্গির করেন পুনরাবৃত্তি।
এ দেখে অনেকেই আনন্দ পেলেও আইসিসি ভালোভাবে নেয়নি। অবশ্য আপাতত আর্থিক জরিমানার ওপর দিয়েই পার পেয়েছেন এই দুই ব্রেক ড্যান্সার! দুজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।