খেলার স্বাধীনতা ফিরে পাওয়ার করণীয় জানালেন মাশরাফি
করোনাভাইরাসের প্রকোপে স্থবিরতা নেমে এসেছে সবখানে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। রাস্তাঘাটে নেই যানবাহন। সব জায়গার মতো খেলার মাঠও পড়ে আছে বিরাণভূমি হয়ে। বিশ্বের সব খেলাই স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের দুটি সফরসহ বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
প্রাণঘাতী এই ভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলার স্বাধীনতা ফিরিয়ে আনতে কী করতে হবে, এবার সেই করণীয় জানালেন মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া অভিজ্ঞ এই ক্রিকেটার মনে করেন, আবারও আগের মতো খেলার মাঠে ফিরতে হলে এখন ঘরে থাকাটাই উত্তম।
দুটি বিষয়কে মিলিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেছেন মাশরাফি। আজ ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ এই দিনটার ইতিহাস টেনে বর্তমান অবস্থা বুঝিয়েছেন মাশরাফি। একটি ছবি ব্যবহার করে নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।
ছবিটিতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও বর্তমানে করোনা চিকিৎসায় নিজেদের নিয়োজত রাখা চিকিৎসকদের ছবি ব্যবহার করা হয়েছে। ছবিটিতে ইংরেজিতে লেখা, 'দে কিপ গোয়িং'। বাংলায় অর্থ দাঁড়ায়, 'তারা এগিয়ে যেতেই থাকে।'
ছবিটির ক্যাপশনে মাশরাফি লিখেছেন, '২৬শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন। খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।'
করোনা মোকাবেলায় আর্থিক সহায়তাও করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তহবিল গঠন করে বাংলাদেশের ২৭জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে ইতোমধ্যে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ জন।