চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বিসিবির আর্থিক সহায়তা
করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে আছে। অন্যান্য জায়গা মতোর খেলার মাঠেও নেমে এসেছে স্থবিরতা। বিশ্বের সব খেলাই বন্ধ হয়ে গেছে, বাংলাদেশেও তাই। জাতীয় ক্রিকেট দলের দুটি সফর স্থগিত হওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কিন্তু এই লিগটি অনেক ক্রিকেটারের একমাত্র রুটি-রুজির জায়গা।
লিগ স্থগিত হয়ে যাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেছেন সেসব ক্রিকেটার। এসব ক্রিকেটারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা যেসব ক্রিকেটার এবার প্রিমিয়ার লিগে দল পেয়েছেন, তাদেরকে এককালীন ৩০ হাজার টাকা করে দেবে বিসিবি।
ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'টুর্নামেন্ট যেহেতু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে, বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অনেকেই চলতি লিগের পারিশ্রমিকের কেবল কিছু অংশ পেয়েছে। এই সহায়তা ওই ক্রিকেটারদের জন্যই।'
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকায় অনেক ক্রিকেটারই দুর্ভাবনায় আছেন। আর্থিক বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে তাদের। এসব ক্রিকেটারদের ভাবনা কিছুটা হলেও যেন দূর হয়, সেই চিন্তা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ জন ক্রিকেটার। সাধারণত প্রথম শ্রেণির চুক্তিতে জায়গা হয় ৮০ থেকে ৯০ জন ক্রিকেটারের। এর বাইরেও ক্রিকেটার থেকে যান। তাদের জন্যই মূলত বিসিবির এই আর্থিক সহায়তা।
করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ দেশের সব ধরনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ওই ঘোষণার পর যদিও শুধু প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করে বিসিবি। কিন্তু অবস্থার উন্নতি না দেখে কয়েকদিন পর অনির্দিষ্টকালের জন্য দেশের সব ক্রিকেট স্থগিত ঘোষণা করে বিসিবি।