চোখের পলকেই সব শেষ, ইনিংস ব্যবধানে হারল কোহলির দল
হেডিংলি টেস্টের প্রথম ইনিংসের হতাশা দ্বিতীয় ইনিংস দিয়ে কাটিয়ে তোলার আভাস দিয়েছিল ভারত। স্বস্তি নিয়েই তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। মনে হচ্ছিল লড়াই জমতেও পারে। কিন্তু চতুর্থ দিন সকালেই সব হিসেব এলোমেলো। ইংল্যান্ডের দারুণ বোলিংয়ে চোখের পলকেই শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। এদিন এক সেশনও পার করতে পারলো না বিরাট কোহলির দল। ১৯.৩ ওভারেই সব শেষ!
সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই টেস্ট জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো জো রুটের দল। প্রথম টেস্ট ড্র হয়েছিল।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারত প্রথম ইনিংসে রীতিমতো লজ্জায় পড়ে যায়। জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, অলিভার রবিনসনের দারুণ বোলিংয়ে মাত্র ৭৮ রানেই শেষ হয় তাদের ইনিংস। ভারতের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন।
জবাবে অধিনায়ক রুটের সেঞ্চুরি এবং ররি বার্নস, হাসিব হামিদ ও দাউইদ মালানের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩২ রান তোলে ইংল্যান্ড। প্রথম ইনিংসেই ৩৫৪ রানের বড় লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দিয়েও পারেনি ভারত। ম্যাচ সেরা অলি রবিনসনের দারুণ বোলিংয়ে ২৭৮ রানে থামে কোহলির দলের ইনিংস। ১৯.৩ ওভারে শেষ ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা।
তৃতীয় দিন শেষে কিছুটা স্বস্তি ছিল ভারত শিবিরে। ভালো শুরু না হলেও চেতেশ্বর পূজারা ও কোহলির ব্যাটে চাপ সামলে নেয় ভারত। দুই উইকেটে ২১৫ রান তুলে দিনের খেলা শেষ করে তারা। পূজারা ৯১ ও কোহলি ৪৫ রানে অপরাজিত থাকেন।
চতুর্থ দিনের শুরুতেই সব ওলট-পালট। এদিন কোনো রান যোগ না করেই বিদায় নেন ১৮৯ বলে ১৫টি চারে ৯১ রানের ইনিংস খেলা পূজারা। কোহলি যোগ করেন ১০ রান, ৫৫ রানে থামেন তিনি। এরপর শুরু ভাঙনের খেলা। এক রবিনসনেই দিকহারা হয়ে ওঠে ভারত।
মাঝে কেবল রবীন্দ্র জাদেজা ৩০ রানের ইনিংস খেলেন। বাকিরা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। ম্যাচ সেরা রবিনসন ৫টি উইকেট নেন। এ ছাড়া ওভারটন ৩টি এবং অ্যান্ডারসন ও মঈন আলী একটি করে উইকেট পান।