ছিটকে গেলেন সাইফউদ্দিন, কনকাসন সাব তাসকিন
দ্বিতীয় ম্যাচের আগেরদিন মোহাম্মদ সাইফউদ্দিন বলছিলেন, পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতে চান তিনি। মঙ্গলবার উপরে ব্যাটিং করা হয়নি তার, নেমেছিলেন নয় নম্বরে। ওভার বেশি থাকায় সুযোগ ছিল ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণের। কিন্তু এই ম্যাচেই কিনা ছিটকে গেলেন তিনি!
মাথায় বলের আঘাত লাগায় দ্বিতীয় ওয়ানডেতে আর খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। কনকাসন সাব হিসেবে তার বদলে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ।
৪৭তম ওভার চলাকালীন রান নেয়ার সময় স্টাম্পে বল লেগে ফিরে এসে সাইফউদ্দিনের মাথায় আঘাত করে। রান আউট হয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তরুণ অলরাউন্ডার। ম্যাচের ইনিংস বিরতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই ম্যাচের বাকি অংশে আর নামা হচ্ছে না সাইফউদ্দিনের।
আইসিসির নিয়ম অনুযায়ী বদলি হিসেবে মাঠে নামা তাসকিন বোলিং করতে পারবেন। সিরিজের প্রথম ওয়ানডে খেললেও দ্বিতীয় ওয়ানডের একাদশের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। ওয়ানডেতে বাংলাদেশ দলে এটাই প্রথম কনকাসন সাবের ঘটনা।
দলের খারাপ সময়ে মুশফিককে ভালোই সঙ্গ দিচ্ছেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ধীর-স্থিরভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৩০ বলে ১০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানের শেষটা ভালো হলো না। ইনিংস তো বড় করা হলোই না, উল্টো ছিটকে যেতে হলো ম্যাচ থেকে।