জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট
বিশ্বের দ্রুততম মানব এবং আটবারের অলিম্পিক স্বর্ণ-পদকজয়ী উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জ্যামাইকায় নিজের বাসায় স্বেচ্ছা-আইসোলেশনে আছেন।
জ্যামাইকার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বোল্টের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিছানাবন্দী অবস্থায় একটি ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন বোল্ট। তবে শরীরে বর্তমানে করোনাভাইরাসের কোনো উপসর্গ শরীরে নেই বলে জানিয়েছেন তিনি।
গত ২১ আগস্ট শুক্রবার নিজের ৩৪ তম জন্মদিন পালন করেছিলেন উসাইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে বোল্টের জন্মদিনের পার্টি। যেখানে হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও। জন্মদিন উদযাপনের পরের দিনই করোনা পরীক্ষা করান বোল্ট। এরপরই তার শরীরে ধরা পড়ে সংক্রামক এই ভাইরাসের উপস্থিতি।
নিজের অফিসিয়াল টুইটার পেইজে দেওয়া একটি ভিডিওতে বোল্ট বলেন, 'নিরাপদ থাকার জন্য আমি নিজে থেকে কোয়ারেন্টিনে আছি। বিষয়টাকে সহজভাবে নিন।' আর সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'নিরাপদে থাকো আমার লোকেরা। '