ব্যাংক থেকে উধাও উসাইন বোল্টের ১২ মিলিয়ন ডলার!
অলিম্পিকে নয়বার স্বর্ণপদকসহ ক্যারিয়ার জুড়ে অসাধারণ সব কীর্তি গড়েছেন 'পৃথিবীর দ্রুততম মানব' উসাইন বোল্ট। ৩৬ বছর বয়সী কিংবদন্তি এ অ্যাথলেট ভবিষ্যতের সঞ্চয় হিসাবে ব্যাংকে প্রায় ১২.৭ মিলিয়ন ডলার ব্যাংকে রেখেছিলেন। সম্প্রতি সর্বকালের সেরা এ দৌড়বিদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঞ্চয়কৃত সেই পুরো অর্থ গায়েব হয়ে গিয়েছে!
বিশ্বের অন্যতম সফল এ অ্যাথলেটের ব্যাংক থেকে টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় অবাক পুরো বিশ্ব। এ সম্পর্কে বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন জানান, অবসর নেওয়ার পর জ্যামাইকার এ দৌড়বিদ তার সব সঞ্চয় একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা।
গত ১০ জানুয়ারি বোল্টকে সতর্ক করে তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা শেয়ারবাজারের সংস্থাটি। এরপরই দেখা যায়, বোল্টের অ্যাকাউন্ট থেকে ১২.৭ মিলিয়ন ডলার উধাও। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৩৪ কোটি ১৬ লাখ টাকা। আইনজীবী গর্ডন বলেন, "এমন খবর পেলে যে কেউ ভেঙে পড়বে। বোল্টের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রেখেছিলেন।"
টাকা গায়েবের এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জ্যামাইকার আর্থিক পরিষেবা কমিশন। ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে দেশটির অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, "পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হল তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হল সেটাও খুঁজে বার করা হবে।"
যদিও বোল্ট নিজে এই টাকা চুরি যাওয়া সম্পর্কে কোনও মন্তব্য করেন নি। বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন বোল্ট। ১০০ মিটার (৯.৫৮ সেকেন্ডস), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ডস) এবং ৪০০ মিটার (৩৬.৮৪ সেকেন্ডস) রিলেতে বিশ্বরেকর্ড এখনও বোল্টের দখলে। এছাড়াও ২০০ মিটারে চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আছে বোল্টের।