জার্মানির জালে স্পেনের গোল উৎসব
উয়েফা নেশন্স লিগ মানেই যেন জার্মানির জন্য হতাশা। গত আসরে নিজেদের ছায়া হয়ে ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার ভাগ্য বদলালেও সেই ধারায় থাকা হলো না তাদের। স্পেনের বিপক্ষে এমন অভিজ্ঞতা হলো, যা দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে ফিরবে জার্মানিকে। আগের দুই ম্যাচে হোঁচট খাওয়া স্পেন জার্মানির জালে গোল উৎসব করেছে।
মঙ্গলবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ফেররান তোরেসের হ্যাটট্রিকে জার্মানিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্পেন। এই জয়ে নেশন্স লিগে 'এ' লিগের ৪ নম্বর গ্রুপ থেকে শিরোপার লড়াইয়ে পা রাখলো স্পেন। দলটির হয়ে বাকি তিনটি গোল করেন আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওইয়ারসাবাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে ড্র করলেই চলতো জার্মানির। কিন্তু এই ম্যাচে অচেনা এক জার্মানির দেখা মিলেছে। স্পেনের মাঠে খেলতে গিয়ে কেবল শাসনই হজম করতে হয়েছে তাদের। নূন্যতম লড়াইও করতে পারেনি তারা। নেশন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও এবার গোলবন্যায় ভাসতে হলো জার্মানিকে।
গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল জয় দিয়ে এবারের আসর শেষ করেছে। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে। পর্তুগালের হয়ে দুটি গোল করেন রুবেন ডায়াস। বাকি গোলটি করেন জোয়াও ফেলিক্স।
স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে কোণঠাসা হয়ে ছিল জার্মানি। ম্যাচের শুরুতেই বল দখলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া স্পেন একের পর এক গোল দিয়ে গেছে। ১৭তম মিনিটেই এগিয়ে যায় তারা। আলভারো মোরাতার গোল দিয়ে উৎসবের শুরু করে স্পেন। এরপর ফেররান তোরেস, রদ্রিরা সেই উৎসবে রঙ মাখেন।
৩৩তম মিনিটে স্পেনকে ২-০ গোলে এগিয়ে নেন তোরেস। মিডফিল্ডার দানি ওলমোর হেড ক্রসবারে লেগে ফেরার পর ফাঁকায় বল পেয়ে জোরালো শটে জালে পাঠান ম্যানচেস্টার সিটির হয়ে খেলা তরুণ এই ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর জার্মানির জালে বল পাঠান রদ্রি। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।
বিরতি থেকে ফিরে আবারও তোরেসের আগুনে পুড়তে হয় জার্মানিকে। ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৯তম মিনিটে স্পেনের হয়ে ৬ নম্বর গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল।