ট্রান্সফার রাউন্ড-আপ: মেসিকে ইন্টার মায়ামিতে আনতে চান বেকহাম!
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ সময়টা ইন্টার মায়ামিতে কাটান- এমনটাই চান সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম।
দ্য মিরর সূত্র জানিয়েছে, মেসিকে রাজি করানোর জন্য ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন বেকহাম।
মাত্র কিছুদিন আগেই দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন মেসি। তবে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে তার।
মিরর প্রতিবেদন সূত্রে জানা যায়, মায়ামিতে বিলাসবহুল পেন্টহাউস অ্যাপার্টমেন্ট কিনেছেন মেসি। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরপরই সম্ভবত সেখানে পাড়ি জমানোর পরিকল্পনা রয়েছে ৩৪ বছর বয়সী এই তারকার।
ম্যানইউতেই থাকছেন পগবা: সুলশার
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখনো কোনো নতুন চুক্তি হয়নি ফ্রেঞ্চ সেনসেশন পল পগবার। তবে ম্যানইউ কোচ ওলে গানার সুলশার কিন্তু পগবাকে ধরে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
'হ্যাঁ, আশা করছি আগামী সেপ্টেম্বরেও পল আমাদের সঙ্গেই থাকবেন,' বলেন নরওয়েজিয়ান এই কোচ।
কেনের জন্য প্রয়োজন আরও ৫০ মিলিয়ন পাউন্ড
দ্য মিরর বলছে, ইংলিশ তারকা হ্যারি কেনকে নিজেদের দলে ভিড়াতে চাইলে আরও ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ম্যানসিটিকে। এর আগে টটেনহাম তারকার জন্য ১০০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছিল সিটিজেনরা।
কেনের জন্য অ্যাড-অনসহ মোট ১২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দিতে রাজি আছে ম্যানসিটি। যদিও নতুন এই প্রস্তাব এখনো তারা পাঠায়নি।
বড় সুযোগ প্রত্যাখান করলেন লাওতারো
ইন্টার মিলানের প্রধান কার্যনির্বাহী জুসেপ্পে মারোত্তা নিশ্চিত করেছেন, ইন্টার ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না লাওতারো মার্তিনেজ।
যদিও এর আগে গোল সূত্র জানিয়েছিল, এই আর্জেন্টাইনের জন্য টটেনহামের সঙ্গে ৬০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাবটি।
লাওতারোর এজেন্ট আলেহান্দ্রো কামানো বলেন, 'অনেক আকর্ষণীয় প্রস্তাব পাওয়ার পরেও লাওতারো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ইন্টারেই খেলতে চান।'
মরিবাকে কিনতে চায় ম্যানসিটি
হ্যারি কেনের পাশাপাশি ইলাইক্স মোরিবার প্রতিও আগ্রহী ম্যানচেস্টার সিটি। কিন্তু মুন্দো দেপোর্তিভো বলছে, মোরিবাকে ফ্রি এজেন্ট হিসেবেই দলে আনতে চায় সিটি।
ধারণা করা হচ্ছে, আরবি লিপজিগই হবে এই বার্সা ফুটবলারের পরবর্তী গন্তব্য।তবে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যদি তিনি লা লিগায়ই থাকতে চান, তাহলে তাকে পাওয়ার একটা সম্ভাবনা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হাতে থাকবে।