ঢাকা ফিরে কোয়ারেন্টিন করতে হচ্ছে না র্যাডফোর্ডকে
হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্যাম্প শুরু হয়েছে গত বুধবার। এই ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে খুব বেশি তাড়া ছিল না এইচপির প্রধান কোচ টবি র্যাডফোর্ডের। বিসিবি থেকে জানানো হয়েছিল ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহে যোগ দেবেন ইংলিশ কোচ। কিন্তু র্যাডফোর্ডকে বিসিবি প্রেসিডেন্টস কাপের একটি দলের প্রধান কোচ করায় তাড়াহুড়োই শুরু হয়েছে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই নাজমুল একাদশের দায়িত্ব বুঝে নেবেন তিনি।
রোবাবার ভোর ৫টায় ঢাকা পৌঁছেছেন র্যাডফোর্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত সবার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু র্যাডফোর্ডকে এই নিয়ম মানতে হচ্ছে না। বিশেষ ব্যবস্থায় র্যাডফোর্ডের জন্য সরকারের কাছ থেকে ছাড়পত্র নিচ্ছে বিসিবি।
জাতীয় দলের বিদেশি কোচদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একই ছাড়পত্র নিয়েছিল বিসিবি। নিয়মিত করোনা পরীক্ষার পর জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। র্যাডফোর্ডের জন্যও একই ব্যবস্থা করবে বিসিবি।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'আমরা জাতীয় দলের কোচিং স্টাফদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমোদন এনেছিলাম। র্যাডফোর্ডের জন্য একই ব্যবস্থা করছি। এখানে আসার আগে তার করোনা পরীক্ষা করানো হয়েছে। সেখানে নেগেটিভ এসেছে। এখানেও তার করোনা পরীক্ষা হবে। দুবার নেগেটিভ এলে প্রচলিত নিয়মে বিশেষ ছাড়পত্রের আবেদন করবে বিসিবি।'
রোববার থেকে শুরু হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের প্রধান কোচ করা হয়েছে র্যাডফোর্ডকে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে দলের দায়িত্ব নেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটিং ও সহকারী কোচ। আপাতত নাজমুল একাদশের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ জাফরুল এহসান।