ক্যাচ মিসে মাশরাফিকে ছাড়ানো হলো না সাকিবের
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়েছিলেন সাকিব। ওয়ানডেতে দুজনের উইকেটই ২৬৯, যা বাংলাদেশের সর্বোচ্চ। তৃতীয় ওয়ানডেতে একটি উইকেট পেলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারতেন সাকিব। কিন্তু ক্যাচ মিসের মহড়ার এই ম্যাচে তা হলো না। ১০ ওভার বোলিং করে উইকেটশূন্য থেকে গেছেন সাকিব।
অথচ সাকিবের খরচা করা ৪৮ রানের পাশে থাকতে পারতো দুটি উইকেট। তার বলে দুবার ক্যাচ তোলেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা, দুবারই ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ব্যক্তিগত ৬৬ ও ৭৯ রানে ক্যাচ তুলেও বেচে যান কুশল। ক্যাচ নিতে পারেননি মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকবার জীবন পেয়ে ওয়ানডের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন কুশল।
৪৫ ওভার শেষে ৫ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২৪৭ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৩৬ ও ভানিন্দু হাসারাঙ্গা ১১ রানে ব্যাটিং করছেন। শ্রীলঙ্কার যাওয়া পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন তাসকিন আহমেদ। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম এবং বাকিটি রান আউট।
কুশলকে সেঞ্চুরি উপহার দিলো বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডে শেষে তামিম ইকবাল বলেছিলেন, ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে বাংলাদেশ দলের। কিন্তু পরের ম্যাচেই দেখা গেল এর উল্টোটা। রীতিমতো ক্যাচ মিসের মহড়া দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটাকে কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল পেরেরা। ওয়ানডেতে ষষ্ঠ সেঞ্চুরি করার দিনে তিনবার জীবন ফিরে পেয়েছেন লঙ্কান অধিনায়ক।
৬৬ রানে ব্যাটিং করার সময় সাকিব আল হাসানের বলে ক্যাচ তোলেন পেরেরা। মুস্তাফিজুর রহমান ক্যাচটা নিতে পারেননি। ৭৯ রানের সময় সাকিবের বলে ফের ক্যাচ তোলেন কুশল। এবার ক্যাচ নিতে ব্যর্থ আফিফ হোসেন। ৯৯ রানেও ফিরতে পারতেন লঙ্কান অধিনায়ক। কিন্তু মুস্তাফিজের বলে পেরেরার তোলা ক্যাচ মাটিতে ফেলেন মাহমুদউল্লাহ।
ধনঞ্জয়া ডি সিলভাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন পেরেরা। ৩৫ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৯ রান। কুশল পেরেরা ১০৯ ও ধনঞ্জয়া ১৬ রানে ব্যাটিং করছেন।
তাসকিনের তিনে তিন
ক্যাচ না ছাড়লে সাকিব আল হাসানের ঝুলিতে দুটি উইকেট থাকতে পারতো। বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে উঠতে পারতেন বাঁহাতি এই স্পিনার। তাসকিন আহমেদের বেলায় অবশ্য এমন হয়নি। তাসকিনের বলে ক্যাচ পড়বেই; এমন একটা ব্যাপার দাঁড়িয়ে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তেমন হয়নি।
মনের সুখে উইকেট কুড়িয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। শ্রীলঙ্কার যাওয়া তিনটি উইকেটই তাসকিনের শিকার। দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসাঙ্কার পর কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন। প্রথম দুই উইকেট নিয়ে বাংলাদেশের ত্রয়োদশ বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। বাংলাদেশ পেসারের উইকেট এখন ৫১টি।
অন্য প্রান্তে ভাঙনের সুর বাজতে থাকলেও দিক হারাননি কুশল পেরেরা। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া লঙ্কান অধিনায়ক ৮৮ রানে ব্যাটিং করছেন। তার সঙ্গে আছেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৮ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬১ রান।
তাসকিনের জোড়া আঘাত
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে উড়ন্ত সূচনাই করে শ্রীলঙ্কা। ১২ ওভারেই স্কোরকার্ডে ৮২ রান যোগ করেন দুই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। মারকুটে মেজাজে খেলে যেতে থাকেন দুজন। লঙ্কানদের দাপুটে ইনিংসে লাগাম টেনেছেন তাসকিন আহমেদ।
অসাধারণ বোলিংয়ে এক ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। ১২তম ওভারের দ্বিতীয় বলে গুনাথিলাকার স্টাম্প ভেঙে দেন তাসকিন। লঙ্কান ওপেনারের ব্যাটে লেগে বল গিয়ে স্টাম্পে আঘাত হানে। এই ওভারেরই শেষ বলে পাথুম নিসাঙ্কাকে ফেরান তাসকিন। রানের খাতাই খুলতে পারেননি লঙ্কান ডানহাতি এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কাকে পথ দেখাচ্ছেন অধিনায়ক কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া কুশল ৫৬ রানে ব্যাটিং করছেন। ১৭ ওভার শেষে ২ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৩ রান।