তিন নম্বর জায়গা ছাড়তে হচ্ছে সাকিবকে
ব্যাটিংয়ে তিন নম্বর জায়গাটি সাকিব আল হাসানের কাছে বিশেষ কিছুই। ২০১৯ বিশ্বকাপে জায়গা বদলে তিনে নেমে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন নম্বর জায়গাটি হারাতে হচ্ছে সাকিবকে।
অভিজ্ঞ এই ক্রিকেটার যে তিনে ব্যাটিং করবেন না, প্রথম ওয়ানডের দুদিন আগেই তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার জায়গায় তিনে ব্যাটিং করবেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এটা জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ।
যদিও বাংলাদেশ দলে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব। তিনে ব্যাটিং করে গত বিশ্বকাপে ৮ ইনিংসে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করে তিনি। যা ছিল টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে তিন ব্যাটিং করে ২৩ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.৮৫ গড়ে ১ হাজার ১৭৭ রান করেছেন সাকিব।
সাকিবের এই রেকর্ডের দিকে নজর দিচ্ছেন না রাসেল ডমিঙ্গো। ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছেন তিনি। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অভিজ্ঞদের দিয়ে মিডল অর্ডার শক্তিশালী করতে চান তিনি।
ডমিঙ্গো বলেন, 'সাকিব ফিরেছে এটা দারুণ ব্যাপার। বিশ্বকাপে তিন নম্বরে সাকিব অবিশ্বাস্য ভালো খেলেছে। এই মুহূর্তে আমি অভিজ্ঞদের চার, পাঁচ ও ছয় নম্বরে খেলানোর কথা ভাবছি। যেখানে ব্যাটিং করবে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ। এটা আমাদের মিডল অর্ডারকে পরিণত ও অভিজ্ঞ করবে। আমরা জানি উপমহাদেশে খেলার ক্ষেত্রে মিডল অর্ডার কতোটা গুরুত্বপূর্ণ।'
গত দুটি ঘরোয়া টুর্নামেন্টে শান্তর দারুণ ব্যাটিং তিন নম্বরে তাকে ভাবতে বাধ্য করেছে রাসেল ডমিঙ্গোকে। পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে সাকিবের দূরে থাকার বিষয়টিও মাথায় রেখেছেন বাংলাদেশ কোচ।
প্রোটিয়া এই কোচ বলেন, 'আমার মনে হয় শান্ত খুবই ভালো তরুণ ক্রিকেটার, যে কিনা এই মুহূর্তে ভালো ছন্দে আছে। সে শেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তিনে খেলেছে। কিছু তরুণ ব্যাটসম্যানকে আমাদের গড়তে হবে। উপমহাদেশে কাউকে গড়তে গেলে সেরা তিনেই সুযোগ দেওয়া উচিত।'
'সাকিব অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। আর চার নম্বরে ব্যাটিং করলে সে দম ফেলার সুযোগ পাবে। আমরা জানি সে বিশ্বমানের ক্রিকেটার। এ ছাড়া এই ব্যাটিং লাইনআপ পাথরে গড়া নয় যে, পরিবর্তন করা যাবে না। বিশ্বকাপ আসতে অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে অনেক বিষয়ের দিকেই নজর দিতে হবে আমাদের।' যোগ করেন রাসেল ডমিঙ্গো।