সাকিব-মেহেদীর ঘূর্ণি জাদুর পরও স্কটল্যান্ডের লড়াকু সংগ্রহ
শুরুতেই উইকেটের পতন। সাইফউদ্দিনের আঘাত অবশ্য বুঝতে দেননি স্কটল্যান্ডের জর্জ মানসে ও ম্যাথু ক্রস। চাপ কাটিয়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন এ দুজন। কিন্তু এই দুজনকে ফিরিয়ে স্কটিশদের দিকহারা করে দেন শেখ মেহেদী হাসান। আরও চেপে ধরেন বিশ্ব রেকর্ড করা সাকিব আল হাসান। এরপরও লড়াকু সংগ্রহ গড়েছে স্কটল্যান্ড।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দারুণ বোলিংয়ের পরও ৯ উইকেটে ১৪০ রান তুলেছে স্কটল্যান্ড। শেষের দিকে স্কটিশদের হয়ে দ্রুত ব্যাট চালান ক্রিস গ্রিভস। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। এ ছাড়া জর্জ মানসে ২৯, ম্যাথু ক্রিস ১১ও মার্ক ওয়াট ২২ রান করেন।
মালিঙ্গাকে ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া সাকিব জাদুমাখা বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মেহেদী ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৯ রানে তার শিকার ৩টি উইকেট। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২টি এবং তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
সাকিব-মেহেদীতে কোণঠাসা স্কটল্যান্ড
প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ভালোই ব্যাটিং করছিল স্কটল্যান্ড। কিন্তু অষ্টম ওভারে জোড়া আঘাত হেরে স্কটিশদের দিশেহারা করে তোলেন শেখ মেহেদী হাসান। পরে সাকিব আল হাসান জোড়া আঘাত হেনে স্কটল্যান্ডকে আরও কোণঠাসা করে ফেলে।
বাংলাদেশের এই দুই স্পিনারের তোপে ধুঁকছে স্কটল্যান্ড। মেহেদী ৪ ওভারে ৩টি ও সাকিব ৩ ওভারে ২টি উইকেট নিয়েছেন। ১৫ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৮৭ রান।
শেখ মেহেদীর জোড়া আঘাত
দলীয় ৫ রানেই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠেছিল স্কটল্যান্ড। জর্জ মানসে ও ম্যাথু ক্রসের ব্যাটে এগিয়ে যাছিল তারা। কিন্তু অষ্টম ওভারে স্কটিশদের পথ ভুলিয়ে দিলেন শেখ মেহেদী হাসান। ডানহাতি এই অফ স্পিনার দুজনকেই ফিরিয়ে দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মেহেদী নিজের প্রথম ওভারেই শিকার করলেন দুই উইকেট। ৮ ওভারে ৩ উইকেটে স্কটল্যান্ডের সংগ্রহ ৪৭ রান।
তৃতীয় ওভারেই উইকেট এনে দিলেন সাইফউদ্দিন
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশের শুরুটা হলো দাপুটে। তৃতীয় ওভারে উইকেট এনে দিলেন মোহাম্ম সাইফউদ্দিন।
ডানহাতি এই পেসার স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারের স্টাম্প উপড়ে নিয়েছেন। সাইফউদ্দিনের দারুণ স্লোয়ার ইয়র্কার বুঝতে পারেননি কোয়েটজার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই তার প্রথম উইকেট। ৩ ওভারে শেষে এক উইকেট স্কটল্যান্ডের সংগ্রহ ৭ রান। উইকেটে আছেন জর্জ মানসে ও ম্যাথু ক্রস।