দারুণ সিরিজ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল
জিম্বাবুয়ে সফরে দারুণ সময় কেটেছে বাংলাদেশ দলের। দ্বিতীয় টি-টোয়েন্টি ছাড়া সব ম্যাচেই বাংলাদেশের শাসন জারি ছিল। দারুণ এই সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ।
লম্বা সফর শেষে দেশে ফিরেও বিশ্রাম মিলছে না ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। বিমান বন্দর থেকে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছে বাংলাদেশ দল। এখানে তিন দিন কোয়ারেন্টিনের পর অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।
কন্ডিশন বাধা হতে পারে; এমন কথা জানিয়ে গেলেও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল দারুণ ক্রিকেট খেলেছে। সব ফরম্যাটেই সাফল্যের ধারাবাবাহিকতা ধরে রাখে সফরকারীরা। ব্যাটে-বলে দাপট দেখিয়ে একমাত্র টেস্টে ২২০ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি তামিম ইকবালের দল। সাকিব আল হাসানের ছন্দে ফেরার সিরিজে বাংলাদেশ ছিল দুর্বার। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যা ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় হোয়াইটওয়াশ সাফল্য আর জিম্বাবুয়ের মাটিতে এক যুগ পর সিরিজ জয়।
টি-টোয়েন্টি সিরিজও দারুণ কেটেছে বাংলাদেশের। যদিও এই সিরিজে একটি ম্যাচে হার মানতে হয় বাংলাদেশকে। তবে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশই। সব মিলিয়ে মাঠের সাফল্যে জিম্বাবুয়ে সফরে মধুর সময়ই কেটেছে বাংলাদেশের।
এবার বাংলাদেশের সামনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকা আসছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাড়া করা বিমানে আজ বিকাল ৪টায় ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়া দলের।
ঢাকা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন করবে অস্ট্রেলিয়া। এরপর ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টা থেকে ম্যাচ শুরু হতে পারে।