দেশে ফিরে স্বর্ণসহ আটক ক্রুনাল পান্ডিয়া
দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের শিরোপা জিতেছে। শিরোপা জয়ে অবদান রেখেছেন ক্রুনাল পান্ডিয়াও। খুশি মনে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কিন্তু এই কেনাকাটার কারণে বড় ঝক্কিতেই পড়তে হলো বাঁহাতি এই অলরাউন্ডারকে।
সংযুক্ত আরব আমিরাত থেকে হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল গোপনে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে এসেছেন, এমন সন্দেহে মুম্বাই বিমানবন্দরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দারা।
মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে দেশে ফিরছিলেন ক্রুণাল। বৃহস্পতিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রুনালকে আটক করেন শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা। ভারতের হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলা ক্রুনালের কাছে যে পরিমাণ স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী ছিল, তা অনুমতিযোগ্য পরিমাণের চেয়ে বেশি ছিল।
শুল্ক গোয়েন্দা অফিসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, 'সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে ক্রুনাল পান্ডিয়া গোপনে স্বর্ণ এবং অন্যান্য মূলবান জিনিসপত্র এনেছেন, এই সন্দেহে তাকে মুম্বাই বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।'
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে স্বর্ণ, স্বর্ণালঙ্কার ছাড়াও চারটি দামি ঘড়ি সঙ্গে করে নিয়ে এসেছেন ক্রুনাল। যে চারটি ঘড়ির মূল্য ৭৫ লাখ রূপি। মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর এ বিষয়ে শুল্ক কর্মকর্তাদের অবহিত করেননি তিনি।
ভারতের আইন অনুযায়ী, পুরুষ যাত্রীরা সর্বোচ্চ ২০ গ্রাম স্বর্ণ নিয়ে দেশে ফিরতে পারেন। মূল্য ৫০ হাজারের মধ্যে থাকলে শুল্ক ছাড়াই এই পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারেন। নারী যাত্রীরা সর্বোচ্চ ৪০ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারেন। তবে মূল্য কোনোভাবেই ১ লাখের বেশি হওয়া যাবে না।