কিষান-আইয়ার না থাকলেও যে কারণে চুক্তিতে আছেন পান্ডিয়া
রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে না খেলায় ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বিসিসিআই। কিন্তু ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলেও চুক্তিতে আছেন হার্দিক পান্ডিয়া। এ নিয়ে সমালোচনায় পড়েছে বিসিসিআই।
যে চিন্তা থেকে কিষান–আইয়ারকে বোর্ড থেকে শাস্তি দেওয়া হয়েছে, সেটি সবার ক্ষেত্রে বাস্তবায়িত না হলে লক্ষ্য অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন সাবেক ভারত অলরাউন্ডার ইরফান পাঠান। তার মতো আরও অনেক সাবেক ক্রিকেটারই প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের এই দ্বিচারিতা নিয়ে।
৩০ বছর বয়সী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গত বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে। এরপর অনুশীলনে ফিরলেও রঞ্জি ট্রফির দলে যোগ দেননি তিনি। গত মাসে প্রকাশিত এক ভিডিওতে পান্ডিয়াকে তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের সতীর্থ কিষানের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়।
বাহাতি ব্যাটসম্যান কিষান ও মিডল অর্ডার ব্যাটসম্যান আইয়ার ২০২৩ সালজুড়ে ভারতের হয়ে তিন সংস্করণেই খেলেছেন। তবে পান্ডিয়া শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলেছেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রঞ্জিতে না খেলার কারণে দুই ব্যাটসম্যানকে চুক্তিতে না রাখা হলে পান্ডিয়া কীভাবে জায়গা পান—এমন প্রশ্ন উঠেছিল খোদ বিসিসিআইয়ের ভেতরেও।
তবে এর ব্যাখ্যা দিয়েছে বিসিসিআই। পান্ডিয়াকে 'গ্রেড এ' চুক্তিতে রাখা নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আমরা পান্ডিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলাম। সে জানিয়েছে ঘরোয়া সাদা বলের ক্রিকেট খেলবে। আর বিসিসিআইয়ের চিকিৎসক দল আমাদের জানিয়েছে, পান্ডিয়া এখন লাল বলের টুর্নামেন্টে বোলিং করার অবস্থায় নেই। যে কারণে ওর ক্ষেত্রে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ নেই। তবে ভারতীয় দলের সঙ্গে না থাকলে সাদা বলের টুর্নামেন্ট খেলতে হবে তাকে। যদি না খেলে, সেক্ষেত্রে চুক্তি হারিয়ে ফেলবে।'