মাহমুদউল্লাহর প্রথমে বাংলাদেশের দ্রুততম
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/09/08/mahmudullah_1.jpg)
উইকেটে গিয়েই ছক্কা মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর একইধারায় ব্যাটিং চালিয়ে যেতে থাকেন বাংলাদেশের অধিনায়ক। মাত্র ২৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি। ২৮ বলে ৫০ রান করে আউট হয়েছেন তিনি।
দলকে ১০০ রানে পৌঁছে থামলেন সাকিব
রান করছিলেন সাকিব আল হাসান। কিন্তু রান নিতে অস্বস্তি দেখা যাচ্ছিল বাংলাদেশ অলরাউন্ডারের মধ্যে। ওমানের গরমে অস্বস্তির সময়ই পার করছিলেন ব্যাট হাতে ছন্দে ফিরে পাওয়া সাকিব। পাপুয়া নিউ গিনির বিপক্ষে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাকে থামতে হলো ৪ রান বাকি থাকতে।
৩৭ বলে ৩টি ছক্কায় ৪৬ রান করে আসার ভালার বলে আউট হন সাকিব। পিএনজি অধিনায়কের বলে দারুণ এক ক্যাচে সাকিবকে ফেরান চার্লস আমিনি। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফে হোসেন ধ্রুব।
বাজে সময়ের মধ্য দিয়ে আসা মুশফিকুর রহিম টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও খারাপ সময় পার করছেন। তার ব্যাটে রানের দেখা নেই। পাপুয়া নিউ গিনির বিপক্ষেও রান করতে পারলেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ছয় মারতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি।
এদিন ৮ বলে ৫ রান করে আউট হন মুশফিক। ১১ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান। সাকিব আল হাসান ৩০ বলে ৩৬ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
লিটনকে ফেরালেন পিএনজি অধিনায়ক
শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস। ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছিল বাংলাদেশ ওপেনারকে। তবু তার পথটা দীর্ঘ হলো না। ২৩ বলে ২৯ রান করে ফিরে গেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবারের আসরে এখন পর্যন্ত এটাই তার সেরা ইনিংস।
পিএনজি অধিনায়ক আসাদ ভার বলে দারুণ এক ক্যাচে লিটনকে সাজঘরে ফেরান সেসে বাই। সাকিব আল হাসানের সঙ্গে উইকেট যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। ৮ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। সাকিব ২০ বলে ২০ ও মুশফিক ৩ বলে ২ রানে ব্যাটিং করছেন।
বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের সেরা ব্যাটিং
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই ম্যাচে পাওয়ার প্লেতে করুণ দশা ছিল বাংলাদেশের। পাওয়ার প্লের ৬ ওভারে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রান ও ওমানের বিপক্ষে ২৯ রান তোলে তারা। পাপুয়া নিউ গিনির বিপক্ষে শুরুতে উইকেট হারালেও পাওয়ার প্লেতে ভালোই ব্যাটিং করলেন লিটন দাস ও সাকিব আল হাসান।
পাওয়ার প্লে ৬ ওভার থেকে ৪৫ রান তুলেছেন এই দুই ব্যাটসম্যান। যা এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের সেরা ব্যাটিং। লিটন ২০ বলে ২৭ ও সাকিব ১৪ বলে ১৫ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় বলেই ফিরে গেলেন নাঈম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশ বাজে শুরুর ধারাবাহিকতা চলছেই। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষেও ভালো শুরু করতে পারল না তারা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে গেলেন আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহাক নাঈম শেখ।
পিএনজির বাঁহাতি পেসার কবুয়া মোরিয়াকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সেসে বাউয়ের হাতে ধরা পড়েন নাঈম। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। লিটন দাসের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩ রান।