দ্বিতীয় বিয়ে করলেন মোসাদ্দেক
দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার ময়মনসিংহে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠানিকতা।
মোসাদ্দেকের স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ শহরের তালতলায়। আবারও নতুন জীবন শুরু করার খবরটি মোসাদ্দেক নিজেই জানিয়েছেন।
স্ত্রীর সঙ্গে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় দলের তরুণ এই ক্রিকেটার। নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মোসাদ্দেক ক্যাপশনে লিখেছেন, 'আমাদের জন্য দোয়া করবেন।'
মোসাদ্দেক প্রথম বিয়ে করেন ২০১২ সালে। খালাতো বোন সামিরা শারমিনকে বিয়ে করেছিলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। বনিবনা না হওয়ায় সামিরার সঙ্গে মোসাদ্দেকের সংসার টেকেনি।
প্রথম বিয়ে নিয়ে বেশ ঝামেলাও পোহাতে হয় মোসাদ্দেককে। ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করেন সামিরা। মামলায় অভিযোগ হিসেবে ১০ লাখ টাকার যৌতুকের জন্য নির্যাতন করার বিষয়টি উল্লেখ করা হয়।
সামিরা মামলায় আরও উল্লেখ করেন, যৌতুকের টাকা না পেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন মোসাদ্দেক। এই ঘটনার পর সামিরাকে ডিভোর্স দেন মোসাদ্দেক।
যদিও সামিরার অভিযোগ সে সময় অস্বীকার করেছিলেন মোসাদ্দেক। বাংলাদেশের হয়ে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা মোসাদ্দেক জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই পরিবার ছেড়ে থাকার জন্য তাকে চাপ দিচ্ছিলেন সামিরা।
এ নিয়ে মোসাদ্দেকের মায়ের সঙ্গে ঝগড়া হয় সামিরার। এমনকি মোসাদ্দেকের মায়ের গায়ে নাকি হাতও তুলেছিলেন সামিরা। এ কারণেই তাকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছিলেন মোসাদ্দেক।