ধর্ষণ ও নিপীড়নে অভিযুক্ত বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করল ম্যানসিটি
মৌসুম শুরুর আগেই এভারটনের তারকা ফুটবলার গিলফি সিগার্ডসনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ বিস্মিত করে দিয়েছিল গোটা ফুটবল দুনিয়াকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক লজ্জাজনক ঘটনার সাক্ষী ইংলিশ ফুটবল। এবার ধর্ষণের অভিযোগ আনা হলো ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে।
চার দফা ধর্ষণ ও এক দফা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী মেন্ডিকে বৃহস্পতিবার হেফাজতে নেয় চেশায়ারের পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, গত বছর অক্টোবর থেকে এ বছরের আগস্টের মধ্যে ঘটনাগুলো ঘটে এবং অভিযোগকারীদের বয়স ১৬ বছরের বেশি। তিনটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৭ আগস্ট) চেস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টে ২৭ বছর বয়সী মেন্ডির শুনানি হবে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেন্ডির ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও তাকে সাসপেন্ড করেছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে পুলিশ অভিযোগ আনার পরই তদন্ত চলাকালীন ওকে ক্লাবের তরফে সাসপেন্ড করা হলো। এই গোটা ঘটনাটা একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের তরফে আর কিছু জানানো সম্ভব নয়।'
মেন্ডি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পাশপাশি ২০১৭ সালে এএস মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর তিনটি প্রিমিয়ার লিগসহ বেশ কিছু ট্রফি জিতেছেন। বরাবরই মাঠের বাইরের জীবনের জন্য আলোচনায় থাকলেও মেন্ডির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে আবারও হতভম্ব ফুটবলবিশ্ব।