পেইনের ‘সেক্সটিং স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন তার স্ত্রী
কেউ জোর করেনি, তবু বাধ্য হয়েই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন টিম পেইন। আগামী মাসে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দল থেকেও বাদ দেওয়া পারে পেইনকে। সব মিলিয়ে ক্যারিয়ারের কঠিন এক সময়ের মুখোমুখি অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। এমন সময়ে স্ত্রী বনিকে পাশে পাচ্ছেন তিনি। পরনো ঘটনায় পেইনকে এভাবে বিপদে ফেলা চরম অন্যায় বলে মনে করেন বনি।
গত শুক্রবার হোবার্টে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সংবাদমাধ্যমের সামনে লিখিত বিবৃতিতে পদত্যাগের কথা জানান পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মেনে নেয় পেইনের পদত্যাগ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০১৭ সালে এক নারী সহকর্মীকে অশ্লীল বার্তা ও ছবি পাঠিয়েছিলেন পেইন। সেই মহিলার অভিযোগের ভিত্তিতে ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করে পেইনের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়া ক্রিকেটের কোনো আইন ভঙ্গ করেননি বলে সেই অভিযোগ থেকে মুক্তও হয়েছিলেন পেইন। কিন্তু পুরনো সেই ঘটনা সম্প্রতি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এই বিতর্কের নাম হয়ে গেছে 'সেক্সটিং স্ক্যান্ডাল।' এমন খবর প্রকাশ হওয়ার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
পুরনো ঘটনার জেরে স্বামীর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি মানতে পারছেন না বনি। দ্য সিডনি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমরা দুজনে ২০১৮ সালে বিষয়টি সামলে নিয়েছি। ওই ঘটনা আসলে আমাদের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করেছে। টিমের জন্য আমার অনেক খারাপ লাগছে। সত্যি বলতে, তার নেতৃত্ব ছাড়ার বিষয়টি আমার হৃদয় ভেঙে দিয়েছে।'
পুরনো ঘটনা এভাবে সামনে নিয়ে আসাটাকে অন্যায় মনে করেন বনি। তিনি বলেন, 'এটা দুঃখজনক যে এ ঘটনার জন্য তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে। আমার কাছে এটা অন্যায় মনে হয়েছে। বিষয়গুলো আবার সামনে নিয়ে আসা এবং জনসমক্ষে প্রকাশ করাটা আমাকে হতাশও করেছে। আমরা কয়েক বছর আগেই এটা সমাধান করে ফেলি। আবার এটাকে সামনে নিয়ে আসাটা অন্যায়।'
অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলা পেইন হোবার্টে কান্নাজড়িত কণ্ঠে লিখিত বিবৃতি পাঠ করে বলেছিলেন, 'আজ আমি অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা করছি। অবিশ্বাস্য রকমের কঠিন সিদ্ধান্ত এটা। তবে সঠিক সিদ্ধান্ত আমার জন্য, আমার পরিবারের জন্য ও ক্রিকেটের জন্য। আমি বিশ্বাস করি, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত, যা কার্যকর এই মুহূর্ত থেকে। অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে আমার ঘটনা দলের জন্য অবাঞ্ছিত ব্যাঘাত ডেকে আনুক, তা আমি চাই না।'