ফিটনেস টেস্টে পাস মাশরাফি
পাঁচ দলের টুর্নামেন্ট, এর মধ্যে চারটি দল মাশরাফি বিন মুর্তজাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় লটারিতে মাশরাফির দল চূড়ান্ত হবে। তবে এরআগে ফিটনেস পরীক্ষায় পাস করার একটা বাধ্যবাধকতা ছিল। সেই পরীক্ষা উতড়ে গেছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে বিসিবির আয়োজনে রোববার সকালে ফিটনেস পরীক্ষা দিয়েছেন মাশরাফি। ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন অভিজ্ঞ এই পেসার। মাশরাফি নিজেই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। বিসিবির ফিটনেস ট্রেইনার তুষার কান্তি হাওলাদারও একই কথা জানিয়েছেন। কেউ-ই স্কোরের বিষয় নিয়ে কথা বলেননি।
এ বিষয়ে মাশরাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ফিটনেসের অবস্থা বেশ ভালোই আছে। আজ সকালে বিসিবির আয়োজনে ফিটনেস টেস্ট টেস্ট দিয়েছি। ফিটনেস টেস্টে পাস করেছি। পরের ধাপ হিসেবে করোনা পরীক্ষার নমুনাও দিয়েছি আজ। কালই ফল পাওয়া যাবে। এরপর বিসিবির নিয়ম অনুযায়ী আমার দল চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।'
তুষার কান্তি বলেন, 'আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন মাশরাফি। টুর্নামেন্টে খেলতে তার আর কোনো বাঁধা নেই। যথেষ্ট ভালো মানে হয়েছে তার ফিটনেস। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনো সমস্যা নেই। তবে মাশরাফির দল কী প্রক্রিয়ায় চূড়ান্ত হবে, তা বিসিবি নির্ধারণ করবে।'
হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।
দীর্ঘদিন পর অনুশীলন করতে মিরপুরে পা রাখতেই মাশরাফির দিকে হাত বাড়ায় কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে নিতে বিসিবি বরাবর আবেদন করেছে। চতুর্থ দল হিসেবে বেক্সিমকো ঢাকাও সাবেক ওয়ানডে অধিনায়ককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে।