বিশ্বকাপের আগ মুহূর্তে ফ্রান্স দলে বড় ধাক্কা
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে অবিসংবাদিত হয়ে উঠেছেন তিনি। গত কয়েক মৌসুমে বলতে গেলে একাই রিয়ালকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছেন করিম বেনজেমা। এমন একজনকে নিয়ে তার দেশ বড় পরিকল্পনা সাজাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে তাকে নিয়েই বড় ধাক্কাটা খেতে হলো ফ্রান্সকে। চোটে বিশ্বকাপই শেষ হয়ে গেছে বেনজেমার।
চোটের কারণে প্রথম ম্যাচে বেনজেমার খেলা নিয়ে শঙ্কা ছিল। পরবর্তী সময়েও তারকা এই ফরোয়ার্ডকে দলে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি এলো, দলের খুব গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে বিপাকেই পড়ে গেল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
এক বিবৃতি দিয়ে বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, 'পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।'
কোচ দিদিয়ের দেশম দু:খ প্রকাশ করেছেন। তবে দলের বাকিদের নিয়ে ভালো করার আশার কথা জানান তিনি। তিনি বলেন, 'করিমের জন্য আমার খুব খারাপ লাগছে, এই বিশ্বকাপকে সে বড় লক্ষ্য বানিয়েছিল। ফ্রান্স দলে নতুন এই ধাক্কার পরও, স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'
চলতি মৌসুমের শুরু থেকেই চোটে ভুগছেন এবারের ব্যাডন ডি'অর জয়ী। মৌসুমের শুরুতে হাঁটুর চোটে পড়েন বেনজমা। এরপর পায়ের পেশিতে চোট পান। এ কারণে বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ চার ম্যাচে খেলতে পারেননি ফরাসী এই তারকা ফুটবলার।
চোট কাটিয়ে শনিবারই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন বেনজেমা। তবে পেশির সমস্যার কারণেই অনুশীলন শেষ করতে পারেননি তিনি। অনুশীলন শেষ হওয়ার বেশ আগেই মাঠ ছেড়ে চলে যান বলে খবরে জানায় বিশ্ব সংবাদমাধ্যমগুলো। এরপর তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়, আর কয়েক ঘণ্টার ব্যবধানে নিমিষেই বেনজেমার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়।
২০১৪ বিশ্বকাপ মিশনে ফ্রান্স দলের সদস্য ছিলেন বেনজেমা। পরের বছর সেক্সটেপ কাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। সাড়ে পাঁচ বছর গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের স্কোয়াড দিয়ে ফ্রান্স দলে ফেলেন বেনজেমা। এরপর দারুণ পারফরম্যান্সে হয়ে ওঠেন দলের কাণ্ডারী। দারুণ ছন্দে থেকে যখনই বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন দেখছিলেন, তখনই এক ঝটকায় সব শেষ হয়ে গেল ৩৪ বছর বয়সী এই ফুটবলারের।