'কাতারে বিশ্বকাপ জিততে চাই আমরা'
বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি, আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের শেষ বিশ্বকাপে জয়ের মিশন শুরু হবে লিওনেল মেসির। মেসি এবং আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার পালা কাতারে ঘুচবে কিনা সেটি মেসির নিজের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করছে।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে দল থেকে আলাদা হয়ে অনুশীলন করতে দেখা যায় মেসিকে। যা দেখে অনেকের পিলে চমকে উঠেছিল মেসির আবার কোনো ইনজুরি হল কিনা ভেবে। কিন্তু মেসি নিজেই নিশ্চিত করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
বিশ্বকাপে এসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের জবাব দেন মেসি। বেশিরভাগই ছিল তার ফিটনেস নিয়ে। সবাইকে আশ্বস্তই করেছেন মেসি, "আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই ভালো অবস্থায় আছি। কাতারে আমি নিজের সেরা অবস্থাতেই এসেছি।'
তাহলে দুইদিন আগে দল থেকে আলাদা হয়ে অনুশীলন করলেন কেন এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, 'আরব আমিরাতের সাথে খেলায় একেবারেই ছোট একটা চোট লেগেছিল। তাই ঝুঁকি না নেওয়ার জন্যই আলাদা অনুশীলন করা। তবে এটা কোনো সমস্যা নয়। আমি সম্পূর্ণ সুস্থ আছি।'
বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন কাতারে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। আবারও একই কথাই জানালেন মেসি, 'এটিই আমার শেষ বিশ্বকাপ। আমি জানি না এই মুহূর্তে আমি সবথেকে সুখি কিনা, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার মানুষের মুখে হাসি ফোটানোর।'
সৌদি আরবের বিপক্ষে আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টায় সেই মিশনেই নামছে মেসির আর্জেন্টিনা।