সৌদির চমক: ধরাশায়ী আর্জেন্টিনা!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র ৫ মিনিটে ব্যবধানে দুই গোল করে এগিয়ে গেছে সৌদি আরব। ৪৮ মিনিটে আল শেহরি এবং ৫৩ মিনিটে গোল করেন সৌদি অধিনায়ক সালেম আল দাওসারি।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে এটি মেসির প্রথম গোল এবং সব মিলিয়ে বিশ্বকাপে ৭ম।
শক্তির ব্যবধানে আর্জেন্টিনার থেকে ঢের পিছিয়ে থাকলেও প্রথমার্ধে সমানতালে লড়েছে সৌদি আরব। গোলের পরিস্কার সুযোগ তৈরি না করতে পারলেও আর্জেন্টিনাকে স্বভাবসুলভ খেলা খেলতে দেয়নি হার্ভে রেনার্ডের দল।
ম্যাচের ৮ মিনিটে ডি-বক্সের ভেতর আর্জেন্টিনার পারেদেস কে জাপ্টে ধরার শাস্তি হিসেবে পেনাল্টি দেন রেফারি। যদিও প্রথমে পেনাল্টির বাঁশি দেননি তিনি, ভিডিও অ্যাসিস্টিং রেফারি পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তনের ইশারা দেন তাকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লিওনেল মেসি।
এরপর আর্জেন্টিনার ৩ টি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। যার মধ্যে দুটি গোল লাউতারো মার্টিনেজের, একটি মেসির।