মেসির পিঠে চাপড় মেরে চিৎকার সৌদি ডিফেন্ডারের ‘তোমরা জিতবে না’: স্কোরলাইন তখন ২-১
ম্যাচের আগেই সবাইকে চমকে দিতে চান বলে মন্তব্য করেছিলেন সৌদি আরব কোচ হারভে রেনার্ড। তার দল যে আসলেই সবাইকে এভাবে চমকে দিবে এই প্রত্যাশা করেনি কেউই। কিন্তু বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ঈগলরা।আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে সৌদি আরব।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন লিওনেল মেসি।
কিন্তু এরপরেই পাশার দান উল্টে যায়! দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সৌদি আরবের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণ। ৪৮ মিনিটে অসাধারণ ফিনিশে ম্যাচে সমতা ফেরান আল শেহরি। এরপর ৫৩ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সৌদি অধিনায়ক সালেম আল দাওসারি।
দাওসারির গোলের পরেই সৌদি আরবের ডিফেন্ডার আলী আল-বুলাইহিকে দেখা যায় মেসির কাছে ছুটে এসে তার পিঠ চাপড়ে দিয়ে উদ্ধত ভঙ্গিতে কিছু একটা বলছেন। বোঝাই যাচ্ছিল তার কথা শুনে মেসি হতবাক, চোখেমুখে অবিশ্বাসের ছাপ! এরপরেই আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রা ছুটে আসেন এই দুজনের দিকে।
কিন্তু ওই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার মেসিকে কী বার্তা দিতে চেয়েছিলেন আল-বুলাইহি?
অঘটনের ম্যাচে সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেওয়ার পর ম্যাচ শেষে আলী আল-বুলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, কী বলেছিলেন তিনি লিওনেল মেসিকে?
তখন আল-বুলাইহি উত্তর দেন, "আমি মেসিকে বলেছিলাম: তোমরা আজকে জিতবে না, জিতবে না!"
কিন্তু ম্যাচের তখনো ৩৫ মিনিট বাকি ছিল- আর প্রায় ১৪ মিনিটের ইনজুরি টাইম মিলিয়ে মেসিদের হাতে সুযোগ ছিল ম্যাচে ফিরে আসার। কিন্তু তার আগেই আল-বুলাইহির সেই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর অবাক করেছে ফুটবল বিশ্বকে! আর দিনশেষে বিজয়ীর হাসিও হেসেছে সৌদি আরবই!
সূত্র: এমএসএন