বাবার সাথে মেসির তুলনা করা ব্যক্তিরা ফুটবল বোঝে না: ম্যারাডোনা জুনিয়র
সৌদি আরবের সাথে আর্জেন্টিনার অভাবনীয় হারের পর ডিয়েগো ম্যারাডোনা জুনিয়রের মন্তব্য করেছেন, যারা তার বাবার সাথে মেসিকে তুলনা করে তারা 'ফুটবল বোঝে না'। খবর ডেইলি মেইলের।
মেসি পেনাল্টি স্পট থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও সৌদি আরবের মতো প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধের প্রথম ৮ মিনিটেই দুই গোল করে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলকে হতবাক করে দেয়।
পিএসজির বর্তমান এই খেলোয়াড় তার পঞ্চম বিশ্বকাপ খেলছেন এবং বিশ্বকাপ জেতার শেষ সুযোগ তার হাতে, অন্যদিকে ম্যারাডোনা ১৯৮৬ সালে প্রায় একহাতেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।
এএস রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী, ম্যারাডোনা জুনিয়র দাবি করেছেন তার কিংবদন্তি বাবা এবং মেসি কোনোভাবেই একই স্তরের খেলোয়াড় নন। তিনি বলেন, "আমি আর্জেন্টিনার হারে হতবিহ্বল হয়ে পড়েছি। আমি বিশ্বাস করতে পারছি না এসব হয়েছে। সৌদি আরবের কাছে হার চিন্তার বাইরে। যারা আমার বাবার সাথে মেসির তুলনা করে তারা ফুটবল দেখে না, ফুটবল বোঝেও না। আমরা সম্পূর্ণ দুই আলাদা স্তরের খেলোয়াড়ের কথা বলছি। কিন্তু আমি এখনই লিওনেলের দিকে আঙুল তুলতে চাচ্ছি না।"
"আমার মনে হয় আর্জেন্টিনা আজকে ভীত ছিল। ফুটবলে মাঝেমধ্যে এরকম হয়। আপনি যদি খেলা আগেই শেষ না করে দেন, তবে সবচেয়ে দুর্বল দলগুলোও আপনার দিকে ধেয়ে আসবে।" ম্যারাডোনা জুনিয়র আরও যোগ করেন।
আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত অনুযায়ী, ম্যাচের পর লিওনেল মেসি মন্তব্য করেন, "এটি সবার জন্য একটি কঠিন ধাক্কা। আমরা জানতাম যে সৌদি আরব দলটি বেশ ভালো, তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। তারা খুব দ্রুত বল নিয়ে আগাতে পারে এবং বেশ সামনে এগিয়ে খেলে। আমরা এটি নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ততটাও নয়।"
"আমাদের কোনো অজুহাত নেই। আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি একত্র হয়ে খেলতে হবে। গ্রুপটি খুবই শক্তিশালী এবং তারা এটি দেখিয়েছে। এটি এমন এক পরিস্থিতি, যেরকম পরিস্থিতিতে আমরা বহুদিন পড়িনি। আমাদেরকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে, আমাদেরকে এটি জিততে হবে অথবা জিততে হবে এবং এর সম্পূর্ণটুকুই আমাদের ওপর নির্ভর করছে। আমাদেরকে নিজেদের কাছে ফিরে যেতে হবে, আমদের নিজেদেরকে নিয়ে প্রশ্ন করতে হবে। আমাদের ভাবতে হবে সামনে কী হতে চলেছে," মেসি আরও যোগ করে বলেন।