মেসির চোখ জুড়ানো গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
নিজেদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে খেলা গুছিয়ে নিয়ে এগিয়ে গেল তারা। ৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান লিওনেল মেসি।
বিশ্বকাপের নক-আউট পর্বে উঠার স্বপ্ন জিইয়ে রাখতে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। হারলে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসি-ডি মারিয়াদের।
লুসাইল স্টেডিয়ামে স্নায়ুর পরীক্ষা নেয়া এই ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। এলোমেলো ফুটবলে গোল করার সুযোগ তৈরি করতে পারেননি মেসি-আনহেল ডি মারিয়ারা।
বরং মেক্সিকোই গোল করার ভালো সুযোগ পেয়েছিল। প্রথমার্ধের শেষ দিকে ভেগার ফ্রি-কিক ফিরিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের খেলায় নিজেদের মেলে না ধরতে পারলে বিপদে পড়তে পারে লিওনেল স্কালোনির শিষ্যরা।