নক-আউটে যেতে যা করতে হবে মেসিদের
হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়, এমন চাপের মুখে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের দুই গোলে ২-০ ব্যবধানে জিতে আপাতত বাদ পড়ার শংকা কেটেছে আর্জেন্টিনার, তবে নক-আউট পর্বে যেতে এখনও কিছু সমীকরণ মেলাতে হবে স্কালোনির দলকে।
নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলে নক-আউট রাউন্ডে তো উঠবেই আর্জেন্টিনা, হবে গ্রুপ চ্যাম্পিয়নও। কিন্তু হারলে বা ড্র করলে তারা পড়বে নানান সমীকরণের মারপ্যাঁচে।
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে এক হার এবং এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে এখন মেসিরা। প্রথম স্থানে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। যাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ৩য় স্থানে থাকা সৌদি আরবেরও সংগ্রহ ৩ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে আর্জেন্টিনার পেছনে তারা। আর তলানিতে থাকে মেক্সিকোর পয়েন্ট ১।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ৪ দলেরই সুযোগ রয়েছে নক-আউট পর্বে উঠার। তবে আর্জেন্টিনার জন্য সমীকরণটা আগের থেকে অনেক সহজ। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে উঠবে আলবিসেলেস্তেরা।
ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪, পোল্যান্ডের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচ ড্র হলেই গোল ব্যবধানে নক-আউট পর্বে উঠবেন মেসিরা।
কিন্তু পোল্যান্ডের বিপক্ষে ড্র করলে, অপরদিকে সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দিলে বাদ পড়ে যাবে আর্জেন্টিনা। আবার মেক্সিকো যদি সৌদি আরবকে ৪ গোলের ব্যবধানে হারায় সেক্ষেত্রেও বাদ পড়বে স্কালোনির দল।
পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না আর্জেন্টিনার। মেক্সিকোকে হারিয়ে নতুন জীবন পাওয়া আর্জেন্টিনা জয় ছাড়া কিছু ভাবছেও না নিশ্চয়ই।