মেক্সিকোর বিপক্ষে জিতে যা বললেন মেসি
হারলেই গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরে যেতে হবে, এমন সমীকরণ এবং চাপের মুখে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। লিওনেল মেসি জাদুতেই বিশ্বকাপে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা।
মেক্সিকোকে হারানোর পর নতুন জীবন ফিরে পাওয়া আর্জেন্টিনাকে পরের ম্যাচেও জিততে হবে পোল্যান্ডের বিপক্ষে। তবে এই জয় নিজেদেরকে উজ্জীবিত করবে বলেই বিশ্বাস মেসির।
মেক্সিকোর বিপক্ষে এক গোল করে এবং একটি করিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক মেসি। তার গোলের পরেই যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটে পুরো দলের মধ্যে। ম্যাচ শেষে সেটি নিয়েই কথা বলেছেন মেসি, 'এই জয়ের ফলে আমরা এখন দারুণভাবে ফিরে এসেছি। দলের সবাই উজ্জীবিত । আমরা জানি এখন সবকিছু আমাদের হাতেই। মেক্সিকোর সাথে খেলা খুবই কঠিন কাজ। তাদের দুর্দান্ত একজন কোচ আছে এবং দল হিসেবেও তারা খুব ভালো।'
সৌদি আরবের বিপক্ষের হার ভুলে এখন সামনে এগিয়ে যাওয়ার পালা বলেও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, 'সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর ছিল। দু'টো মুহূর্তেই ম্যাচ ঘুরে গিয়েছিল। আমরা যদি ব্যবধান ২-০ করে ফেলতে পারতাম তাহলেই ফলাফল ভিন্ন হতো। দলের অনেকেরই বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল, তবে এটা কোনো অজুহাত হতে পারে না।'
উজ্জীবিত এই মেসিকেই তো দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনা সমর্থকেরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আশংকা জেগেছিল আর্জেন্টিনার, মেসি সেবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাতারেও আকাশি-নীল বাহিনীর স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মেসিই।