নেইমারহীন ম্যাচে তার শূন্যতা পূরণ করবে কীভাবে ব্রাজিল?
চোট নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মাঠে চমক দেখাতে তার জুড়ি নেই। তাকে ছাড়াই এগিয়ে যেতে হবে সেলেসাওদের। খবর দ্য অ্যাথলেটিক-এর।
নেইমারকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড কল্পনা করতে পারেন না অনেকেই। নিঃসন্দেহে এ কথাটি সত্য যে নেইমারবিহীন ব্রাজিল দল অনেকটা দুর্বল। বিশ্বকাপের বাছাই পর্বে নেইমার ছিলেন অপরিহার্য খেলোয়াড়; ঠিক একই চিত্র ছিল গত বছরের কোপা আমেরিকায়ও।
২০১০ সাল থেকে নেইমার ব্রাজিলের সেরা খেলোয়াড়দের একজন। এ সময়ে পেলে ছাড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলও করেছেন নেইমার। এই বিশ্বকাপ খেলতে পারলে পেলেকেও ছাড়িয়ে যেতে পারতেন তিনি।
ব্রাজিলিয়ান ভক্ত ও সমর্থকরা মনে করছেন, নেইমারকে ছাড়া দল ভালোভাবেই খেলতে পারবে। কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ব্রাজিল দল। গোলে গোলে নাচার জন্য আলাদা আলাদা নাচ ঠিক করে এনেছে র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা দলটি। আজকের ম্যাচে ভাববার বিষয় শুধু নেইমারকে ছাড়া কত ভালোভাবে টিম কম্বিনেশন মেলাতে পারবে ব্রাজিল।
নেইমারের পজিশনে আজকে ভিনিসিয়াস জুনিয়র খেলবেন বলে আশা করা যায়। কোয়ালিফাইং ম্যাচের অর্ধেক ম্যাচ খেলে কোচ তিতের আস্থা অর্জন করতে পেরেছেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে ছিলেন ভিনি। তাই আক্রমণভাগে নেইমারের পরিবর্তে তাকে খেলানোই হবে ব্রাজিলের জন্য আদর্শ বিকল্প।
তবে নেইমার এবং ভিনি একসঙ্গে দারুণ খেলেন। দুইজনের বোঝাপড়াও বেশ ভালো। বল পায়ে শর্ট পাস ও লং পাসে তাদের থেকে বল কেড়ে নিতে পারেনি কেউ।
বাম পাশে স্ট্রাইকে খেলতে ঠিক নেইমারের মতো আরেকজন খেলোয়াড় ব্রাজিলের নেই। এমনকি, ব্রাজিলের কোনো খেলোয়াড়ই কোনো খেলোয়াড়ের বিকল্প হতে পারে না। তবে আজকের ম্যাচে হয়তো ফিলিপ কুতিনহো নেইমারের বিকল্প হতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় হলো, কুতিনহো বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি।