ফুটবল ইতিহাসে টানা গোল করায় সেরার কাতারে তারা: রোনালদো, মেসি, সালাহ…
ফুটবল বিশ্বে কিছু কিছু খেলোয়াড়কে অপ্রতিরোধ্য বলেই প্রতীয়মান হয়; যাদের পায়ে বল এলেই যেন গোল নিশ্চিত। একেকজন যেন গোলমেশিন!
বার্সেলোনা থেকে শুরু করে বায়ার্ন মিউনিখ, রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বহু ফুটবলারের জন্য জুতসই হবে এই গোলমেশিন খেতাব। প্ল্যানেট ফুটবল-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ একটানা অনুষ্ঠিত খেলায় গোল করা খেলোয়াড়দের নাম। মোহাম্মদ সালাহ থেকে মেসি- ছয় জনের নাম আছে এই তালিকায়।
মোহাম্মদ সালাহ
লিভারপুল ইংল্যান্ডের অন্যতম ফুটবল ক্লাব, যেখানে ইয়ান রাশ দ্য ঘোস্ট, লুইস সুয়ারেজ, ফার্নান্দো তোরেসের মতো ফুটবলাররা খেলেছেন। তাদের প্রত্যেকেই ছিলেন ফুটবল বিশ্বের অন্যতম তারকাদের একজন। তবে টানা অনুষ্ঠিত ম্যাচে গোল করার ক্ষেত্রে সবাইকেই বোধহয় ছাড়িয়ে যাবেন মোহাম্মদ সালাহ।
মিশরীয় মেসি বলে খ্যাত সালাহ লিভারপুলে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন; সে-ই যে শুরু আর যেন থামার নাম নেই। প্রায় প্রতি ম্যাচে গোল করে দলের জয়ে অন্যতম ভূমিকা পালন করেন তিনি। তার এই অনবদ্য পার্ফরম্যান্সের কারণে ক্লাবটিকে যুক্ত হওয়ার প্রথম মাসেই সমর্থকদের ভোটে লিভারপুলের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন। এছাড়াও নির্বাচিত হয়েছিলেন প্রিমিয়ার প্লেয়ার অব দ্য মান্থ।
লিভারপুলের হয়ে পরপর নয়টি ম্যাচে গোল করে দীর্ঘতম গোল স্ট্রেকের রেকর্ড সালাহর। স্যাম রেবোল্ড (১৯০২-০৩), জন অ্যাল্ড্রিজ (১৯৮৭-৮৮ এবং ড্যানিয়েল স্টারিজ (২০১৩-১৪)-কেও ছাড়িয়ে গেছেন দ্য রেড'দের এই মিশরীয় ফুটবলের রাজা।
তার এ রেকর্ডে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং ওয়ার্টফোর্ডের বিপক্কে দুইবার গোল অব দ্য মান্থ অর্জন, এছাড়াও গোল করায় দারুণভাবে সহায়তা করেছিলেন সাদিও মানেকে।
রুড ভ্যান নিস্টলরয়
ম্যানচেস্টার ইউনাইটেড অর্থাৎ রেড ডেভিলদের হয়ে খেলাকালীন তিন মৌসুমে নিস্টলরয় ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ২৫ গোল করে হন ইপিএলের সর্বোচ্চ গোলদাতা। সে মৌসুমেই জেতেন নিজের ক্যারিয়ারের একমাত্র ইপিএল শিরোপা। রেড ডেভিলদের হয়ে ১৫০ ম্যাচে ৯৫ গোল করেন এই ডাচম্যান।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী ফুটবলারের আরও রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা অনুষ্ঠিত ম্যাচে গোল করার রেকর্ড। ২০০২-০৩ মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ সাত ম্যাচে গোল করে রেকর্ড করেছিলেন টানা ম্যাচে গোল করার, যদিও তার এ রেকর্ড ভাঙেন জেমি ভার্ডি।
জেমি ভার্ডি
টানা ১১ ম্যাচে গোল করে নিস্টলরয়ের রেকর্ড ভেঙেছিলেন জেমি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ডটি তার নয়, ব্ল্যাকপুলের স্ট্যান মোর্টেনসেনের। ১৯৫০-৫১ মৌসুমে টানা ১৫টি ম্যাচে গোল করেছিলেন স্ট্যান।
রবার্ট লেভানডোভস্কি
এক মৌসুমে বুন্দেসলিগায় জার্মানি ও বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের ৪০টি গোলের রেকর্ড ভাঙা অসম্ভব বলে ধরা হয়তো একসময়। কারণ প্রায় পঞ্চাশ বছর ধরে এটি কেউ ভাঙতে পারেননি। কিন্তু বায়ার্ন মিউনিখের ইতিহাসে রবার্ট লিওয়ানদোস্কি গার্ডকে ছাড়িয়ে যান ২০২১ সালে।
গতবছর ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি টানা অনুষ্ঠিত ম্যাচে গোল করেন এই পোলিশ ফুটবলার।
লিওনেল মেসি
২০১২-১৩ মৌসুমে মেসি ৬০টি ম্যাচে ৪৬টি গোল করেছিলেন। এর আগের মৌসুমে গোল করেছিলেন এর চেয়েও বেশি; লা লিগায় ৫০ এবং সব ম্যাচ মিলিয়ে ৭৩টি। ২০১২ সালে মোট ৯৩টি গোল করেছিলেন এই ফুটবলের জাদুকর।
এতো গেল গোলের সংখ্যা। মেসি পরপর অনুষ্ঠিত ম্যাচের সবগুলোতে গোল করার রেকর্ড করেছিলেন ২০১২-১৩ মৌসুমে; লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ২১টি ম্যাচে এবং বিভাগের প্রত্যেকটি দলের বিপক্ষে গোল করেছিলেন তিনি। মেসির অনেক চমৎকার রেকর্ডের মধ্যে এটিও অন্যতম।
ক্রিস্টিয়ানো রোনালদো
চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব সিআর সেভেনের। টানা অনুষ্ঠিত ম্যাচে সবচেয়ে গোল করার রেকর্ডও আছে তার। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মৌসুমে টানা ১১টি ম্যাচে গোল করে দু দু'বার এ রেকর্ড গড়েন রোনালদো।
শুধু তা-ই নয়, ২০১৯-২০ মৌসুমে ইতালীয় পেশাদার ফুটবলের সর্বোচ্চ ফুটবল লিগ সিরি আ'তে টানা ১১টি ম্যাচে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১৯৯৪-৯৫)-র রেকর্ডের সমকক্ষ হন রোনালদো।