মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন দক্ষিণ কোরিয়ার কোচ
দুর্দান্ত খেলেও ঘানার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। সেই হতাশা থেকেই কিনা ম্যাচ শেষে রেফারি অ্যান্থনি টেইলরের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্তো।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হবার পরে অতিরিক্ত আরো ১০ মিনিট যোগ করেন চতুর্থ রেফারি। সেই সময় পার হয়ে যাওয়ার পর আরো ৫৫ সেকেন্ড খেলা চালান টেইলর।
তারপরেও শত চেষ্টা করে গোল করতে পারেনি বেন্তোর দল।
সেই হতাশা থেকেই ম্যাচ রেফারি এবং অফিশিয়ালদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো। নিয়ম অমান্য করায় তাকে লাল কার্ড দেখান রেফারি টেইলর।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজের মাতৃভূমি পর্তুগালের বিপক্ষে ডাগ-আউটে থাকতে পারবেন না বেন্তো। যেটি নক-আউট পর্বে যাওয়ার জন্য কোরিয়াকে জিততেই হবে।