ব্রাজিল শিবিরে ফের বড় ধাক্কা! নকআউটে নামার আগে এবার ছিটকে গেলেন গ্যাব্রিয়েল জেসুস
কাতার বিশ্বকাপ ২০২২ অভিযানের মাঝপথে বড় ধাক্কা খেল ব্রাজিল। তাদের সর্বশেষ ধাক্কাটি হলো দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এর ফলে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ের আগে শিবিরে আহত খেলোয়াড়ের তালিকা বেড়েছে।
শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেফট ব্যাক অ্যালেক্স টেলাসের সঙ্গে চোট পেয়েছিলেন জেসুস। স্ট্রাইকার এখন অন্তত এক মাসের জন্য খেলা থেকে দূরে থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে তিনি তার ক্লাব আর্সেনালের জন্যও কিছু খেলা খেলতে পারবেন না।
সুপরিচিত এবং বিশ্বাসযোগ্য ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের টুইটার হ্যান্ডেলে এই খবরটি দিয়েছেন। এছাড়া জেসুসের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো'ও।
ফ্যাব্রিজিও রোমানে তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'গ্যাব্রিয়েল জেসুস বিশ্বকাপের বাকি অংশ মিস করবেন, খেলোয়াড় এবং ব্রাজিলের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। তার হাঁটুতে ব্যথা রয়েছে এবং প্রতিযোগিতা চলাকালীন ফিরে আসতে পারবেন না তিনি।'
আশা করা হচ্ছে জানুয়ারিতে আর্সেনালের জার্সিতে ফিরবেন গ্যাব্রিয়েল জেসুস।
ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার নিশ্চিত করার পর খবর এসেছে যে, নেইমার এখনও সুস্থ না হওয়ায় সুইজারল্যান্ড ম্যাচে সাইডলাইনেই থাকবেন। তবে এটি এখনও নিশ্চিত নয়, সবটাই আশা করা হচ্ছে। তিনি এ বিষয়ে আরও মন্তব্য করেছেন যে, সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের অংশগ্রহণের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু নেইমারই নন, ফুল-ব্যাক দানিলো, অ্যালেক্স সান্দ্রো এবং অ্যালেক্স টেলাস সবাই গ্রুপ পর্বের ম্যাচে চোট পেয়েছিলেন। দানিলো অন্তত উন্নতির ইতিবাচক লক্ষণ দেখিয়েছেন, স্যান্ড্রোর আঘাতের অবস্থা এখনও অস্পষ্ট।
ব্রাজিল কোচ তিতে শিবিরে আহত খেলোয়াড়দের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে বেশ উদ্বিগ্ন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিতে বলেন, 'শারীরিক চাহিদা ক্রমাগত বাড়ছে, সময় কম, এটি গেমের একটি ক্রমবর্ধমান প্রভাব এবং কখনও কখনও আপনার হাতে পুনরুদ্ধারের আদর্শ সময় থাকে না।
'আমি সত্যিই জানি না এর বাইরে কী বলব, মানসিকভাবে, কাপটি খুব চাহিদাপূর্ণ। এটি আপনাকে নিঃশেষ করে দেয়। ম্যাচের তীব্রতা, প্রস্তুতি—এগুলি বিশ্লেষণের উপাদান যা আমাদের আরও গভীরে যেতে হবে, কিন্তু তারা সবই উল্লেখযোগ্য।'
ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাও টেলাসের অবস্থা সম্পর্কে জানিয়েছেন, আপাতত খারাপ লাগছে। তিনি সিলভা শুক্রবার সাংবাদিকদের বলেন, 'এটা ভালো লাগছে না, এবং যখন কিছু ঠিক হয় না সেটা খেলোয়াড়রা বুঝতে পারে।'