রোমেরো হলেন মার্তিনেজ
২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনলেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসের দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক তিনি।
২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালেও খেলা গড়িয়েছিল টাইব্রেকারে, সেখানে ডাচদের দুটি শট ঠেকিয়েছিলেন আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরো, তারই উত্তরসূরি মার্তিনেজ ডাচদের বিপক্ষেই ফিরিয়ে আনলেন সেই স্মৃতি।
কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই যেন মুখরোচক কিছু। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তে এবং ডাচরা।
ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালের টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর দুটি দুর্দান্ত শট ঠেকানোর সুবাদে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেসি-দি মারিয়ারা।
বিশ্বকাপের নক-আউটে আবারও মুখোমুখি হল আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস, এবার আর্জেন্টিনার গোলবার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল এমিলিয়ানো মার্তিনেজের উপর। মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে দারুণ সেভ করে রক্ষা করেছেন দলকে।
আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের এই ম্যাচও ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালের মতোই টাইব্রেকারে নিষ্পত্তি হল, আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতে হলেন এমি মার্তিনেজ।
২০১৪ তে সার্জিও রোমেরো ঠেকিয়েছিলেন রন ভ্লার এবং ওয়েসলি স্নেইডারের শট। এবার ভ্যান ডাইক এবং বার্গুইসের শট আটকে নায়ক হলেন মার্তির্নেজ।