আরব বসন্ত নাকি পর্তুগিজ দাপট?
কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং মরক্কো। স্বপ্নের বিশ্বকাপ ট্রফির দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নাকি আরব বসন্তের গল্পে নতুন পাতা যোগ করবে মরক্কো তা জানা যাবে আজ।
আল থুমামা স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ের আগে এবারের বিশ্বকাপে তাদের পারফরম্যান্স, শেষ আটের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে স্বপ্নের ট্রফিটা উঁচিয়ে ধরা থেকে আর মাত্র ৩ ধাপ দূরে তিনি এবং পর্তুগাল। যদিও পর্তুগালের শেষ আটে উঠার পেছনে রোনালদোর মাঠের অবদান সামান্যই।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতে শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে বেগ পেতে হয়নি পর্তুগালের। শেষ ষোলোতে কাতার বিশ্বকাপে নিজেদের সবথেকে বড় জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
গ্রুপ পর্বে পর্তুগালের পারফরম্যান্স
পর্তুগাল ৩-২ ঘানা
পর্তুগাল ২-০ উরুগুয়ে
পর্তুগাল ১-২ দক্ষিণ কোরিয়া
শেষ ষোলো
পর্তুগাল ৬-১ সুইজারল্যান্ড
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পর্তুগালের রেকর্ড
এবারসহ মাত্র ৩ বার বিশ্বকাপে শেষ আটে উঠেছে পর্তুগিজরা। আগের দুইবারই এই পর্বের বাধা পেরিয়ে সেমি-ফাইনাল খেলেছে তারা। উজ্জীবিত মরক্কোর বিপক্ষে জিতলে স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
পর্তুগালের শক্তি
বিশ্বকাপে আসার আগে দলের সবথেকে বড় শক্তির জায়গা ভাবা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু কাতারে রোনালদোর সাহায্য ছাড়াই দুর্বার গতিতে এগিয়ে চলেছে পর্তুগাল। তাদের করা ১২ গোলের মধ্যে কেবল একটি গোল করেছেন রোনালদো, সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে তার বদলে শুরুর একাদশে নামা গনসালো রামোস করেছেন হ্যাটট্রিক!
মরক্কোর সামনে তাই পর্তুগিজ আক্রমণ সামলানোই সবথেকে বড় চ্যালেঞ্জ।
মরক্কো
কাতার বিশ্বকাপের সবথেকে বড় চমক মরক্কো, আফ্রিকা এবং আরবের আশা-ভরসার নাম এখন মরক্কো। বিশ্বকাপ শুরুর আগে অ্যাটলাসের সিংহদের সেভাবে হিসাবে না ধরলেও নিজেদের পারফম্যান্স দিয়ে সেটি আদায় করে নিয়েছে মরক্কো।
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে মরক্কো, সেখানে ফেভারিট স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠে তারা। যেটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠা।
গ্রুপ পর্বে মরক্কোর পারফরম্যান্স
মরক্কো ০-০ ক্রোয়েশিয়া
মরক্কো ২-০ বেলজিয়াম
মরক্কো ২-১ কানাডা
শেষ ষোলো
মরক্কো ০-০ স্পেন (টাইব্রেকারে ৩-০ তে জয়ী মরক্কো)
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর রেকর্ড
এর আগে কখনো বিশ্বকাপের শেষ আটে উঠেনি মরক্কো, এটিই তাদের প্রথমবার।
মরক্কোর শক্তি
দুর্দান্ত রক্ষণের পাশাপাশি গতিশীল প্রতি-আক্রমণ মরক্কোর সবথেকে বড় শক্তি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠা দলগুলোর মধ্যে সবথেকে কম গোল খেয়েছে মরক্কোই, ৪ ম্যাচে মাত্র ১ বার তাদের জালে বল ঢুকেছে।
শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ৩ টি শট ঠেকানো মরক্কোর গোলরক্ষক ইয়াসিনে বোনু নিশ্চয়ই পাখির চোখ করছেন পর্তুগালের বিপক্ষে ম্যাচটিও। নিজেদের ইতিহাস নতুন করে লিখা মরক্কোও চাইবে পর্তুগালের বিপক্ষে জিতে বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ চারে পৌঁছাতে।