ক্রোয়াটদের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি মুছে ফেলতে চায় আর্জেন্টিনা
আর এক ধাপ পেরোলেই ফাইনাল। ২০১৪ বিশ্বকাপেও ফাইনালে হারের যন্ত্রণায় পুড়তে হয়েছিল আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে। এবার সেমি-ফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স-আপ।
সেমি-ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া মোটেও অপরিচিত কোনো দল নয় আর্জেন্টিনার জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোয়াটদের কাছেই ৩-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ রানার্স-আপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে।
যার ফলে শেষ ষোলোয় মুখোমুখি হতে হয় ফ্রান্সের বিপক্ষে, যে ম্যাচে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন মেসি-দি মারিয়ারা।
সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই এক প্রকারের প্রতিশোধের উপলক্ষ্যও আর্জেন্টিনার জন্য। তবে রাশিয়াতে ক্রোয়েশিয়ার কাছে হারার পরেও বিশ্বকাপে টিকে ছিল আলবিসেলেস্তেরা।
কিন্তু এবার হেরে গেলে সেই সুযোগ আর নেই, ধরতে হবে বাড়ির পথ। আরো একবার খুব কাছে এসেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে লিওনেল মেসিকে।
তবে প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলে আর ফ্রান্সও মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছালে, রাশিয়া বিশ্বকাপের আরেক ভূত তাড়ানোর সুযোগ আসবে মেসিদের সামনে। শেষ ষোলোতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স, পরে চ্যাম্পিয়নও হয় লে ব্লুজরা।
স্কোরলাইন যেমনটা দেখাচ্ছে, ম্যাচে মোটেও তেমন প্রতিদ্বন্দ্বিতা ছিলো না। একপেশে ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।
সবকিছুর আগে ক্রোয়েশিয়া বাধা টপকানোই এখন বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে, আপাতত ক্রোয়াটদের বিপক্ষে আগের হারের শোধ নিতে পারলেই খুশি হবেন মেসি-দি মারিয়ারা।