আর্জেন্টিনার ষষ্ঠ নাকি ক্রোয়েশিয়ার টানা দ্বিতীয়?
কাতার বিশ্বকাপে প্রথম সেমি-ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা জিতলে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের মিশনে আরেক ধাপ এগিয়ে যাবে তারা, টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার জন্য জিততে হবে ক্রোয়েশিয়াকে।
এর আগে পাঁচবার সেমি-ফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অপরদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করতে চাইবে ক্রোয়েশিয়াও। ম্যাচের আগে দুই দলের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, সেমি-ফাইনালের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
আর্জেন্টিনা
ব্রাজিল কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে গেলেও লাতিন আমেরিকার আরেক দল, ট্যাঙ্গো ফুটবলের অনুসারী লিওনেল মেসির আর্জেন্টিনা ঠিকই উঠে গেছে সেমি-ফাইনালে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে উঠে আলবিসেলেস্তেরা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ফলাফল
সৌদি আরব ২-১ আর্জেন্টিনা
আর্জেন্টিনা ২-০ মেক্সিকো
আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড
শেষ ষোলো
আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া
কোয়ার্টার-ফাইনাল
আর্জেন্টিনা ২-২ নেদারল্যান্ডস (টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী আর্জেন্টিনা)
বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি-ফাইনাল রেকর্ড
বিশ্বকাপে ৫ বার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৫ বারই ফাইনালে উত্তীর্ণ হয় আকাশি-নীলের দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ চারের ম্যাচে নামার আগে তাই আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার শক্তি
সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল।
কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য নিয়েই খেলেছে স্কালোনির দল।
লিওনেল মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের যে কিছু করার থাকে না সেটি প্রমাণিত। কোয়ার্টার-ফাইনালে তার জাদুর ঝলকানি দেখা গেছে, তাই তার পায়ের দিকেই আজো তাকিয়ে থাকবেন স্কালোনি এবং আর্জেন্টিনার ভক্তরা।
ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত গত বিশ্বকাপের রানার্স-আপরা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম পরপর দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ক্রোয়াটরা। গ্রুপ পর্বে এক জয় দুই ড্র নিয়ে অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোয় উঠে লুকা মদ্রিচের দল।
সেখানে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে তারা। কোয়ার্টার-ফাইনালেও টাইব্রেকারেই ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেম-ফাইনালে উঠে বলকান দেশটি।
গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার ফলাফল
ক্রোয়েশিয়া ০-০ মরক্কো
ক্রোয়েশিয়া ৪-১ কানাডা
ক্রোয়েশিয়া ০-০ বেলজিয়াম
শেষ ষোলো
ক্রোয়েশিয়া ০-০ জাপান (টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী ক্রোয়েশিয়া)
কোয়ার্টার-ফাইনাল
ক্রোয়েশিয়া ১-১ ব্রাজিল (টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী ক্রোয়েশিয়া)
বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার রেকর্ড
এই নিয়ে তৃতীয় বারের মতো সেমি-ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। যার মধ্যে গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে তারা। তবে এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলবিসেলেস্তেদের টপকে ফাইনালে যাওয়াটা বেশ কঠিনই হবে ক্রোয়াটদের জন্য।
ক্রোয়েশিয়ার শক্তি
ক্রোয়াটদের মূল শক্তি তাদের হার না মানা মানসিকতা। রাশিয়া বিশ্বকাপেও এই মানসিকতার উপর ভর করেই ফাইনালে উঠেছিল তারা। কাতারেও সেটির প্রমাণ দেখিয়েছে দলটি। দলের অধিনায়ক লুকা মদ্রিচ খেলছেন নিজের শেষ বিশ্বকাপ, ৩৭ বছর বয়সে এসেও দলের মাঝমাঠের প্রাণ তিনি।
ক্রোয়েশিয়ার রক্ষণভাগও ভালো করেছে এই পর্যন্ত, ৫ ম্যাচে মাত্র ২ টি গোল খেয়েছে ক্রোয়াটরা। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে ৩ টি শট এবং শেষ আটে ব্রাজিলের বিপক্ষে ১১ টি সেইভ করা গোলরক্ষক লিভাকোভিচও বেশ উদ্বুদ্ধই থাকবেন আর্জেন্টিনার বিপক্ষে।