এখনো এক ধাপ বাকি: সেমিফাইনাল জয়ের পর স্কালোনি
আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছেন যে মঙ্গলবারের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানো কঠিন হয়নি, তবে নিজের দলকে দ্রুত ফাইনালের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
অধিনায়ক লিওনেল মেসি নিজে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের পায়ে আরও দুইবার বল বাড়িয়ে দেন। লুসাইল স্টেডিয়ামে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা, যেখানে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ীদের সাথে মুখোমুখি হবে তারা।
"সত্ত্যিটা হচ্ছে খেলার ফলাফল আসলে ম্যাচটির প্রতিফলন ঘটায়নি। আমার মনে হয় আমরা জেতা ডিজার্ভ করি কিন্তু সম্ভবত এরকম ব্যবধানে নয়। তারা বলের পজেশন ধরে রেখেছিল, কিন্তু আমরা ভেবেই রেকেহছিলাম যে এরকম কিছু হতে পারে, কারণ তাদের হাতে সেরা তিন মিডফিল্ডার রয়েছে, যারা বহুবছর ধরে একসাথে খেলে আসছে এবং একজন আরেকজন আরেকজনকে খুব ভালোভাবে জানে। আমরা বুঝেছিলাম ম্যাচটি কোনদিকে যেতে পারে, তবে গোলের শুরুটা হলো পেনাল্টি দিয়েই।"
ম্যাচ জেতার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে উপস্থিত হওয়া দর্শকদের সাথে উদযাপন শুরু করে। স্কালোনি যোগ করেন, "আমরা উদযাপন করেছি কারণ ফাইনালে উঠতে পারা খুবই উত্তেজনাকর। কিন্তু এখনো এক ধাপ যাওয়া বাকি। এটা অবশ্যই উপভোগের বিষয়, তবে সেই সময় শেষ। এখন আমাদেরকে পরবর্তী ম্যাচের জন্য ভাবতে হবে।"
৪৪ বছর বয়সী এই কোচ ব্রাজিলে কোপা আমেরিকা জেতার ১৮ মাস পরেই বিশ্বকাপ জেতার আশা করছেন।
আলবিসেলস্তেদের ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল এটি, তবে সাবেক এই ডীফেন্ডার নিজেকে সাবেক কোচদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন, যার মধ্যে রয়েছে লুইস মেনোত্তি, কার্লোস বিলারদো এবং আলেহান্দ্রো সাবেয়া।
"আমি অন্য কোচদের সাথে নিজেকে তুলনা করতে পারি না। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, ফাইনালে দলকে ওঠানো আমার জন্য বেশ গর্বের। তবে আমি তাদের সাথে নিজেকে একই কাতারে রাখতে পারি না।"