মরক্কো এখন বিশ্বের সেরা চার ফুটবল দলের একটি: ওয়ালিদ রেগ্রাগুই
মরক্কো এখন বিশ্বের সেরা চার ফুটবল দলের মধ্যে একটি বলে মন্তব্য করেছেন কোচ ওয়ালিদ রেগ্রাগুই।
আজ দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে চলেছে মরক্কো। আফ্রিকার কোনো দেশ এই প্রথম বিশ্বকাপের আসরে সেমিফাইনালে খেলছে।
ওয়ালিদ বলেন, 'আমরা কেন বিশ্বকাপ ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখব না? আমাদের যে চূড়ান্ত আকাঙ্ক্ষা ছিল সেটাই আমরা দেখাব এবং কঠিন লড়াইয়েও সর্বোচ্চটা দেব'।
'আমাদের মহাদেশ নিয়ে আমাদের মানসিকতা বদলাতেই এখানে এসেছি।'
কাতার বিশ্বকাপের সেরা চারে উঠে আসতে মরক্কো ইতোমধ্যে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়েছে।
'সবগুলো ম্যাচের আগেই সবাই ভাবত এবার আমরা বাদ পড়ব, কিন্তু আমরা এখনও টিকে আছি,' বলেন ওয়ালিদ রেগ্রাগুই।
'আমরা আমাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছি এবং সেটা ছিনিয়ে আনতে আমরা লড়ব'।
'যদি বলেন সেমি-ফাইনালই তো অনেকদূর আসা। আমি সেটা মানতে রাজি নই। আমরা সেমিফাইনাল নিয়ে সন্তুষ্ট নই। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে আসা নিয়েও নয়। আমরা আরও এগিয়ে যেতে চাই।'
'আপনার কাছে এটা পাগলামি মনে হতে পারে। তবে কিছুটা পাগলামি থাকা ভালো'।
'আমাদের পেটে ক্ষুধা। এটা যথেষ্ট কি না জানি না। কিন্তু আমরা আফ্রিকাকে বিশ্বের শীর্ষস্থানে দেখতে চাই। আমি জানি আমরা ফেভারিট না, তবে আমরা আত্মবিশ্বাসী'।